নোয়াখালীতে সেচ্ছাসেবকদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোয়াখালী সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৯শে অক্টোবর) নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সাংগঠনিক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল মেম্বার, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা গোলাম রাশেদ মেম্বার।
অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক অভি, প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ।
এছাড়াও ইউনিয়ন সেচ্ছাসেবকদলের নেতা সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাসেল ও সামসু প্রমুখ।