ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কবে কমতে পারে শীতের তীব্রতা জানালো আবহাওয়া অদিপ্তর



কবে কমতে পারে শীতের তীব্রতা জানালো আবহাওয়া অদিপ্তর
ছবি : সংগৃহীত

তীব্র শীতে বিপর্যস্ত রাজধানী ঢাকার জনজীবন। সূর্যের দেখা না মেলায় দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। হঠাৎ এমন শীত পড়ার কারণ এবং কবে নাগাদ এই শীতের তীব্রতা কমবে নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সূর্যের আলো না থাকায় ঢাকায় শীতের অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের সকালের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে সারা দেশে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সারা দেশে রাত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : শীত আবহাওয়া

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


কবে কমতে পারে শীতের তীব্রতা জানালো আবহাওয়া অদিপ্তর

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

তীব্র শীতে বিপর্যস্ত রাজধানী ঢাকার জনজীবন। সূর্যের দেখা না মেলায় দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। হঠাৎ এমন শীত পড়ার কারণ এবং কবে নাগাদ এই শীতের তীব্রতা কমবে নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সূর্যের আলো না থাকায় ঢাকায় শীতের অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের সকালের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে সারা দেশে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সারা দেশে রাত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত