অথচ ওই দুর্ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ফের্নান্দো। অফস্পিনেও ওই সময় উন্নতি হচ্ছিল তাঁর। নয় বছরের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারে কোল্টস ক্রিকেট ক্লাব, পানাদুরা স্পোর্টস ক্লাব ও চিলাও মারিয়ান্স স্পোর্টস ক্লাবসহ একাধিক দলের হয়ে খেলেছেন। সিনিয়র পর্যায়ের ক্রিকেটে ৭টি ফিফটি আছে ফের্নান্দোর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক পর্যায়ের ধারাভাষ্যকার ও রাগামা ক্রিকেট ক্লাবের অন্যতম জ্যেষ্ঠ প্রশাসক রোশন আবেয়সিংহে বলেছেন, ‘একটি দুর্ঘটনা সম্ভবনাময় ময় এক তরুণর ক্যারিয়ার থামিয়ে দিয়েছে। তাঁর স্কুলের দল ও শেষ ক্লাব রাগামার একজন মানসম্পন্ন খেলোয়াড় ছিল ও। ওকে যারা আমরা চিনতাম, তাঁদের সবার জন্যই আজকের দিনটা শোকের। ও হাসিখুশি, বন্ধুবৎসল ও ভীষণ ভদ্র ছিল। আকশু, আমরা তোমাকে ভীষণ মিস করব এবং আজীবন মনে রাখব। শান্তিতে ঘুমাও, প্রিয় রাজপুত্র।’
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬
অথচ ওই দুর্ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ফের্নান্দো। অফস্পিনেও ওই সময় উন্নতি হচ্ছিল তাঁর। নয় বছরের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারে কোল্টস ক্রিকেট ক্লাব, পানাদুরা স্পোর্টস ক্লাব ও চিলাও মারিয়ান্স স্পোর্টস ক্লাবসহ একাধিক দলের হয়ে খেলেছেন। সিনিয়র পর্যায়ের ক্রিকেটে ৭টি ফিফটি আছে ফের্নান্দোর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক পর্যায়ের ধারাভাষ্যকার ও রাগামা ক্রিকেট ক্লাবের অন্যতম জ্যেষ্ঠ প্রশাসক রোশন আবেয়সিংহে বলেছেন, ‘একটি দুর্ঘটনা সম্ভবনাময় ময় এক তরুণর ক্যারিয়ার থামিয়ে দিয়েছে। তাঁর স্কুলের দল ও শেষ ক্লাব রাগামার একজন মানসম্পন্ন খেলোয়াড় ছিল ও। ওকে যারা আমরা চিনতাম, তাঁদের সবার জন্যই আজকের দিনটা শোকের। ও হাসিখুশি, বন্ধুবৎসল ও ভীষণ ভদ্র ছিল। আকশু, আমরা তোমাকে ভীষণ মিস করব এবং আজীবন মনে রাখব। শান্তিতে ঘুমাও, প্রিয় রাজপুত্র।’
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন