দিনের খেলায় সিলেটে পেসের ঝড় তোলেন ফাহিম আশরাফ। প্রথম বোলার হিসেবে এবারের বিপিএলে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন রংপুর রাইডার্সের পেসার। ম্যাচসেরা হওয়া পেসারের আগুনে বোলিংয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে রংপুর। ফাহিমের মতোই সিলেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে গতির ঝড় তুলেছেন রিপন মণ্ডল।
তার দুর্দান্ত বোলিংয়ে ১২৫ রানের সহজ লক্ষ্য পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেসকে অল্প রানে থামতে বাধ্য করেছেন তিনি। ৪ ওভারের একটি মেডেন দিয়ে রান খরচ করেছেন ১৩।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধাক্কা খায় নবাগত নোয়াখালী।
দলীয় ১৮ রানে ওপেনার হাবিবুর রহমান সোহানকে আউট করে উইকেট উদযাপনের শুরুটা করেন রাজশাহীর বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো। এরপরেই রিপনের দুর্দান্ত বোলিং। পঞ্চম ওভারে সাব্বির হোসেনকে আউট করে উদযাপন শুরু করা রিপন ১৬তম ওভারে নেন ২ উইকেট। নিজের পরের ওভারে নোয়াখালীর সর্বোচ্চ স্কোরারকে আউট করেন রিপন।
সৈকত আলী না
থাকায় আজ অধিনায়কের
দায়িত্ব পাওয়া হায়দার
আলী ৩৩ রান
না করলে ৮
উইকেটে ১২৪ রানও
করতে পারত না
নোয়াখালী। দ্বিতীয় সর্বোচ্চ
২৫ রান করেছেন
আরেক পাকিস্তানি ব্যাটার
মাজ সাদাকাত। অন্যদিকে
রাজশাহীর হয়ে দ্বিতীয়
সর্বোচ্চ ২ উইকেট
নিয়েছেন তানজিম হাসান
সাকিব।
.png)
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
দিনের খেলায় সিলেটে পেসের ঝড় তোলেন ফাহিম আশরাফ। প্রথম বোলার হিসেবে এবারের বিপিএলে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন রংপুর রাইডার্সের পেসার। ম্যাচসেরা হওয়া পেসারের আগুনে বোলিংয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে রংপুর। ফাহিমের মতোই সিলেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে গতির ঝড় তুলেছেন রিপন মণ্ডল।
তার দুর্দান্ত বোলিংয়ে ১২৫ রানের সহজ লক্ষ্য পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেসকে অল্প রানে থামতে বাধ্য করেছেন তিনি। ৪ ওভারের একটি মেডেন দিয়ে রান খরচ করেছেন ১৩।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধাক্কা খায় নবাগত নোয়াখালী।
দলীয় ১৮ রানে ওপেনার হাবিবুর রহমান সোহানকে আউট করে উইকেট উদযাপনের শুরুটা করেন রাজশাহীর বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো। এরপরেই রিপনের দুর্দান্ত বোলিং। পঞ্চম ওভারে সাব্বির হোসেনকে আউট করে উদযাপন শুরু করা রিপন ১৬তম ওভারে নেন ২ উইকেট। নিজের পরের ওভারে নোয়াখালীর সর্বোচ্চ স্কোরারকে আউট করেন রিপন।
সৈকত আলী না
থাকায় আজ অধিনায়কের
দায়িত্ব পাওয়া হায়দার
আলী ৩৩ রান
না করলে ৮
উইকেটে ১২৪ রানও
করতে পারত না
নোয়াখালী। দ্বিতীয় সর্বোচ্চ
২৫ রান করেছেন
আরেক পাকিস্তানি ব্যাটার
মাজ সাদাকাত। অন্যদিকে
রাজশাহীর হয়ে দ্বিতীয়
সর্বোচ্চ ২ উইকেট
নিয়েছেন তানজিম হাসান
সাকিব।
.png)
আপনার মতামত লিখুন