বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কিনে নিয়েছে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। এরপর থেকেই একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন বলিউড বাদশাহ। এবার শাহরুখকে নিয়ে মুখ খুলল উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)।
শাহরুখের গায়ে লেগেছে ‘গাদ্দার’ তকমাও। ২০২৬ সালে আসন্ন আইপিএলের জন্য বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুরকে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে কেনার পর থেকেই শাহরুখ রোষানলে পড়েছেন। এমন পরিস্থিতিতে সেই ক্রিকেটারকে নিজের দলে নেওয়ার সিদ্ধান্তে একাধিক মানুষের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। আধ্যাত্মিক গুরু থেকে বিজেপি নেতা— অনেকেই তোপ দেগেছেন তার বিরুদ্ধে।
ইউবিটির মুখপাত্র আনন্দ দুবে এক বিবৃতিতে বলেছেন, অভিনেতা ওই খেলোয়াড়কে নিজের দল থেকে বাদ দিলে চিন্তার কোনো কারণ নেই। শাহরুখেরও সম্মানহানি হবে না।
আনন্দ দুবে আরও বলেন, শাহরুখ খান ওই ক্রিকেটারকে বাদ দিলে, ওর যা প্রাপ্য সম্মান তা তিনি অবশ্যই পাবেন। কিন্তু ওই ক্রিকেটার এই দেশে খেলে যে টাকা রোজগার করবেন, তা ওই দেশে সন্ত্রাসবাদীদের তৈরি করতে ব্যবহৃত হবে, যারা ভারতের বিপক্ষেই ষড়যন্ত্র করবে। আমরা সেটি কোনোমতেই মেনে নেব না।
এমএইছ/ধ্রুবকন্ঠ
বিষয় : আইপিএল শাহরুখ খান মোস্তাফিজুর রহমান
.png)
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬
বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কিনে নিয়েছে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। এরপর থেকেই একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন বলিউড বাদশাহ। এবার শাহরুখকে নিয়ে মুখ খুলল উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)।
শাহরুখের গায়ে লেগেছে ‘গাদ্দার’ তকমাও। ২০২৬ সালে আসন্ন আইপিএলের জন্য বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুরকে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে কেনার পর থেকেই শাহরুখ রোষানলে পড়েছেন। এমন পরিস্থিতিতে সেই ক্রিকেটারকে নিজের দলে নেওয়ার সিদ্ধান্তে একাধিক মানুষের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। আধ্যাত্মিক গুরু থেকে বিজেপি নেতা— অনেকেই তোপ দেগেছেন তার বিরুদ্ধে।
ইউবিটির মুখপাত্র আনন্দ দুবে এক বিবৃতিতে বলেছেন, অভিনেতা ওই খেলোয়াড়কে নিজের দল থেকে বাদ দিলে চিন্তার কোনো কারণ নেই। শাহরুখেরও সম্মানহানি হবে না।
আনন্দ দুবে আরও বলেন, শাহরুখ খান ওই ক্রিকেটারকে বাদ দিলে, ওর যা প্রাপ্য সম্মান তা তিনি অবশ্যই পাবেন। কিন্তু ওই ক্রিকেটার এই দেশে খেলে যে টাকা রোজগার করবেন, তা ওই দেশে সন্ত্রাসবাদীদের তৈরি করতে ব্যবহৃত হবে, যারা ভারতের বিপক্ষেই ষড়যন্ত্র করবে। আমরা সেটি কোনোমতেই মেনে নেব না।
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন