বিপিএলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা সারছে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে সংক্ষিপ্ত সংস্করণের দশম আসরে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা খেলতে পারবেন কি না,
তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
আইসিসির সঙ্গে আলোচনা চলছে বিসিবির। তবে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে,
ভারতে খেলবে না।
ভেন্যু বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ দিতে হবে। হাতে সময় অবশ্য খুব কম। ভারত-শ্রীলঙ্কা বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহের একটু বেশি বাকি রয়েছে। তার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের ওপরও।
ধোঁয়াশায় আছেন
লিটন-মুস্তাফিজুর রহমানরা। তবে তানজিদ তামিম
আশা করছেন যথাসময়ে সব কিছু ঠিক
হবে। সমাধান ভালোভাবেই টানবে আইসিসি ও
বিসিবি। তাই
খুব তিনি
একটা
মন্তব্য করতে
চান না।
বিশ্বকাপ
নিয়ে
নিজের
ভাবনার
কথা
রাজশাহী
ওয়ারিয়র্সের
সংবাদ
সম্মেলনে
এসে
এমনটাই
জানিয়েছেন
তানজিদ
তামিম।
তিনি
বলেছেন,
“এ
রকম
কখনো
(প্রভাব
পড়া)
না।
আপনারা
সবাই
জানেন
যে
বিসিবি
ও
আইসিসি
যোগাযোগ
করছে,
যাতে
বিশ্বকাপে
আমরা
যেতে
পারি।
কোথায়
আমরা
নিরাপদ
এবং
নিরাপদ
থাকি
সেটাও
দেখছে।
আশা
করি,
বিষয়টি
নিয়ে
তারা
ভালোভাবে
কাজ
করছে। এই নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না।“
অন্যদিকে নিজ ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সের প্রশংসা করেছেন তানজিদ তামিম। বিপিএলের শুরুতে বাজে সময়ের পরও তার ওপর বিশ্বাস রাখায় বাঁহাতি ব্যাটার বলেছেন, “অবশ্যই দেখেন পুরো টিম ম্যানেজমেন্ট থেকে যেভাবে বার্তা দেওয়া হয়েছে, তাদের দিক থেকে আমাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সেদিক থেকে আমরা ভাগ্যবান। এক-দুই ম্যাচ হারার পরেও কোনো চাপ ছিল না। ব্যক্তিগতভাবে, ছয়-সাত ম্যাচে ভালো করতে পারি নাই। তবে অবদান রাখতে না পারলেও সিনিয়র এবং ম্যানেজমেন্ট আমার ওপর বিশ্বাস রেখেছে।“
রাজশাহীর হয়ে দারুণ পারফরম্যান্স করছেন রিপন মন্ডল। ১৩ উইকেট নেওয়া পেসারের প্রশংসা করে তানজিদ তামিম বলেছেন, “আমাদের জন্য খুবই ভালো। সে ইমার্জিংয়েও কিন্তু সুপার ওভারে দারুণ বোলিং করেছে। আশা করি সে আগের থেকে অনেক উন্নতি করতেছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো। ম্যাচে যেভাবে বোলিং করে, দারুণ ইয়র্কার করে, আমাদের জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আশা করি ওর ভবিষ্যতের জন্য ভালো কাজে লাগবে।“
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
বিপিএলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা সারছে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে সংক্ষিপ্ত সংস্করণের দশম আসরে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা খেলতে পারবেন কি না,
তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
আইসিসির সঙ্গে আলোচনা চলছে বিসিবির। তবে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে,
ভারতে খেলবে না।
ভেন্যু বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ দিতে হবে। হাতে সময় অবশ্য খুব কম। ভারত-শ্রীলঙ্কা বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহের একটু বেশি বাকি রয়েছে। তার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের ওপরও।
ধোঁয়াশায় আছেন
লিটন-মুস্তাফিজুর রহমানরা। তবে তানজিদ তামিম
আশা করছেন যথাসময়ে সব কিছু ঠিক
হবে। সমাধান ভালোভাবেই টানবে আইসিসি ও
বিসিবি। তাই
খুব তিনি
একটা
মন্তব্য করতে
চান না।
বিশ্বকাপ
নিয়ে
নিজের
ভাবনার
কথা
রাজশাহী
ওয়ারিয়র্সের
সংবাদ
সম্মেলনে
এসে
এমনটাই
জানিয়েছেন
তানজিদ
তামিম।
তিনি
বলেছেন,
“এ
রকম
কখনো
(প্রভাব
পড়া)
না।
আপনারা
সবাই
জানেন
যে
বিসিবি
ও
আইসিসি
যোগাযোগ
করছে,
যাতে
বিশ্বকাপে
আমরা
যেতে
পারি।
কোথায়
আমরা
নিরাপদ
এবং
নিরাপদ
থাকি
সেটাও
দেখছে।
আশা
করি,
বিষয়টি
নিয়ে
তারা
ভালোভাবে
কাজ
করছে। এই নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না।“
অন্যদিকে নিজ ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সের প্রশংসা করেছেন তানজিদ তামিম। বিপিএলের শুরুতে বাজে সময়ের পরও তার ওপর বিশ্বাস রাখায় বাঁহাতি ব্যাটার বলেছেন, “অবশ্যই দেখেন পুরো টিম ম্যানেজমেন্ট থেকে যেভাবে বার্তা দেওয়া হয়েছে, তাদের দিক থেকে আমাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সেদিক থেকে আমরা ভাগ্যবান। এক-দুই ম্যাচ হারার পরেও কোনো চাপ ছিল না। ব্যক্তিগতভাবে, ছয়-সাত ম্যাচে ভালো করতে পারি নাই। তবে অবদান রাখতে না পারলেও সিনিয়র এবং ম্যানেজমেন্ট আমার ওপর বিশ্বাস রেখেছে।“
রাজশাহীর হয়ে দারুণ পারফরম্যান্স করছেন রিপন মন্ডল। ১৩ উইকেট নেওয়া পেসারের প্রশংসা করে তানজিদ তামিম বলেছেন, “আমাদের জন্য খুবই ভালো। সে ইমার্জিংয়েও কিন্তু সুপার ওভারে দারুণ বোলিং করেছে। আশা করি সে আগের থেকে অনেক উন্নতি করতেছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো। ম্যাচে যেভাবে বোলিং করে, দারুণ ইয়র্কার করে, আমাদের জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আশা করি ওর ভবিষ্যতের জন্য ভালো কাজে লাগবে।“
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন