ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিপিএলের স্থগিত ম্যাচের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে বিসিবি



বিপিএলের স্থগিত ম্যাচের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে বিসিবি
ছবি: সংগৃহীত

দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে মাঠে ফিরছে বিপিএলের ঢাকা পর্ব। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনভর নানা টানাপোড়েন শেষে রাতে কোয়াব সদস্যদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরই বিপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে জানানো হয়, বৃহস্পতিবারে স্থগিত ম্যাচ দুটির টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা। স্থগিত ম্যাচ পুনরায় আজ অনুষ্ঠিত হবে। 

এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যারা ১৬ জানুয়ারির দুটি ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই টিকিটে আজ খেলা দেখতে পারবেন। যদিও এদিন অনুষ্ঠিত হবে আগেরদিনের স্থগিত দুই ম্যাচ। এদিন দুপুর ২টায় চট্টগ্রাম রয়ালস নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স সিলেট টাইটান্স মুখোমুখি হবে।

একইভাবে আজ আগামীকাল শনিবারের (১৭ জানুয়ারি) ম্যাচ দুটিও একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সূচিতে থাকা ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। সেদিন শেষ হবে লিগপর্ব।

একইভাবে পাল্টে গেছে প্লে-অফের সূচি। লিগপর্বের পর একদিন ফাঁকা রাখতে ১৯ জানুয়ারির দুটি প্লে-অফ ম্যাচ ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। অপরিবর্তিত রয়েছে ২১ জানুয়ারিতে নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের দ্বাদশ আসর শেষ হবে।

এদিকে, টিকিটের অর্থ ফেরতের নিয়ম জানিয়ে বিসিবি বলছে, যারা ১৫ জানুয়ারি বিপিএলের নির্ধারিত ম্যাচের টিকিট কেটেছিলেন, তারা অর্থ ফেরত পাবেন। দর্শকরা বিসিবির যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করেছেন, সেখান থেকে অর্থ ফেরত পাবেন। এজন্য এই ওয়েবসাইট এবং +880 9606-501231 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ছাড়া পরিবর্তিত সূচি অনুযায়ী বিভিন্ন ম্যাচের টিকিটও একইভাবে সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। মিরপুর শের- বাংলা স্টেডিয়ামে চলমান বিপিএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গিত ম্যাচ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


বিপিএলের স্থগিত ম্যাচের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে বিসিবি

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে মাঠে ফিরছে বিপিএলের ঢাকা পর্ব। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনভর নানা টানাপোড়েন শেষে রাতে কোয়াব সদস্যদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরই বিপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে জানানো হয়, বৃহস্পতিবারে স্থগিত ম্যাচ দুটির টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা। স্থগিত ম্যাচ পুনরায় আজ অনুষ্ঠিত হবে। 

এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যারা ১৬ জানুয়ারির দুটি ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই টিকিটে আজ খেলা দেখতে পারবেন। যদিও এদিন অনুষ্ঠিত হবে আগেরদিনের স্থগিত দুই ম্যাচ। এদিন দুপুর ২টায় চট্টগ্রাম রয়ালস নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স সিলেট টাইটান্স মুখোমুখি হবে।

একইভাবে আজ আগামীকাল শনিবারের (১৭ জানুয়ারি) ম্যাচ দুটিও একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সূচিতে থাকা ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। সেদিন শেষ হবে লিগপর্ব।

একইভাবে পাল্টে গেছে প্লে-অফের সূচি। লিগপর্বের পর একদিন ফাঁকা রাখতে ১৯ জানুয়ারির দুটি প্লে-অফ ম্যাচ ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। অপরিবর্তিত রয়েছে ২১ জানুয়ারিতে নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের দ্বাদশ আসর শেষ হবে।

এদিকে, টিকিটের অর্থ ফেরতের নিয়ম জানিয়ে বিসিবি বলছে, যারা ১৫ জানুয়ারি বিপিএলের নির্ধারিত ম্যাচের টিকিট কেটেছিলেন, তারা অর্থ ফেরত পাবেন। দর্শকরা বিসিবির যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করেছেন, সেখান থেকে অর্থ ফেরত পাবেন। এজন্য এই ওয়েবসাইট এবং +880 9606-501231 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ছাড়া পরিবর্তিত সূচি অনুযায়ী বিভিন্ন ম্যাচের টিকিটও একইভাবে সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। মিরপুর শের- বাংলা স্টেডিয়ামে চলমান বিপিএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত