ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ফিফা বিশ্বকাপে বিজয়ীরা কি আসল ট্রফিটি পায়?



ফিফা বিশ্বকাপে বিজয়ীরা কি আসল ট্রফিটি পায়?
ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু হলো সোনালি রঙের সেই বিশ্বকাপ ট্রফি। ১৮ ক্যারেট খাঁটি সোনায় তৈরি এই ট্রফিটি ঘিরে ফুটবল প্রেমীদের কৌতূহলের শেষ নেই। কিন্তু আপনি কি জানেন, গত ৫০ বছর ধরে একটি নির্দিষ্ট ইতালীয় পরিবারই তৈরি করে আসছে এই মহার্ঘ্য বস্তু? ইতালির সেই বিখ্যাত গাজ্জানিগা পরিবার এবং এই ট্রফির নেপথ্যের অজানা গল্প নিচে তুলে ধরা হলো।

একনজরে বিশ্বকাপ ট্রফি

উপাদান (Material): ১৮ ক্যারেট খাঁটি সোনা (18k Solid Gold)

উচ্চতা (Height): ১৪ ইঞ্চি (৩৬. সেমি)

ওজন (Weight): ১৩ পাউন্ড (.১৭ কেজি)

নকশাকার (Designer): সিলভিও গাজ্জানিগা, ইতালি।

বর্তমান বাজারমূল্য (Market Value): ২০ মিলিয়ন ডলার (প্রায়)

১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর আগের জুলে রিমে ট্রফি (Jules Rimet Trophy) স্থায়ীভাবে তাদের দিয়ে দেওয়া হয়। এরপর ১৯৭১ সালে ইতালির মিলানের শিল্পী সিলভিও গাজ্জানিগা (Silvio Gazzaniga) বর্তমান ট্রফিটির নকশা করেন। সাতটি দেশের ৫৩ জন ভাস্করের নকশাকে পেছনে ফেলে গাজ্জানিগার তৈরি 'ফিফা বিশ্বকাপ ট্রফি' (FIFA World Cup Trophy) চূড়ান্তভাবে নির্বাচিত হয়। দুটি মনুষ্যমূর্তি হাত তুলে গোলাকার পৃথিবী সদৃশ একটি গোলককে ধরে রেখেছেএটাই বর্তমান ট্রফির মূল বৈশিষ্ট্য।

কতটুকু স্বর্ণ আছে এবং এর দাম কত

বিশ্বকাপ ট্রফিটি ১৮ ক্যারেট খাঁটি সোনায় (18-karat gold) তৈরি। এটি উচ্চতায় প্রায় ১৪ ইঞ্চি এবং ওজনে ১৩ পাউন্ড (প্রায় .১৭ কেজি) ট্রফিটি তৈরির সময় খরচ ছিল মাত্র ৫০ হাজার ডলার, কিন্তু বর্তমানে এর আকাশচুম্বী বাজারমূল্য প্রায় ২০ মিলিয়ন ডলার (২০ মিলিয়ন ডলার) বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৫ কোটি টাকার বেশি!

সিলভিও গাজ্জানিগা মিলানের বার্তোনি ম্যানুফ্যাকচারিং কোম্পানি (GDE Bertoni)-এর হয়ে কাজ করতেন। সেই থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানের কাঁধেই রয়েছে বিশ্বকাপ ট্রফি তৈরির গুরুদায়িত্ব। গাজ্জানিগার মৃত্যুর পর তার ছেলে জর্জিও গাজ্জানিগা বর্তমানে এই ঐতিহ্যের দেখাশোনা করছেন। এই প্রতিষ্ঠানটি শুধু বিশ্বকাপই নয়, উয়েফা কাপ (UEFA Cup) এবং ইউরোপিয়ান সুপার কাপের (European Super Cup) ট্রফিও তৈরি করে থাকে।

বিজয়ীরা কি আসল ট্রফিটি পায়

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দেশই এখন আর আসল ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের কাছে রাখতে পারে না। বিজয়ীদের হাতে আসল ট্রফিটি তুলে দেওয়া হলেও উদযাপনের পর সেটি ফিফা নিয়ে নেয় এবং তার বদলে একটি স্বর্ণের প্রলেপ দেওয়া ব্রোঞ্জের রেপ্লিকা (Replica Trophy) বিজয়ীদের দেওয়া হয়।

 

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : সর্বশেষ আপডেট ফিফা বিশ্বকাপ ১৮ ক্যারেট খাঁটি সোনা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


ফিফা বিশ্বকাপে বিজয়ীরা কি আসল ট্রফিটি পায়?

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু হলো সোনালি রঙের সেই বিশ্বকাপ ট্রফি। ১৮ ক্যারেট খাঁটি সোনায় তৈরি এই ট্রফিটি ঘিরে ফুটবল প্রেমীদের কৌতূহলের শেষ নেই। কিন্তু আপনি কি জানেন, গত ৫০ বছর ধরে একটি নির্দিষ্ট ইতালীয় পরিবারই তৈরি করে আসছে এই মহার্ঘ্য বস্তু? ইতালির সেই বিখ্যাত গাজ্জানিগা পরিবার এবং এই ট্রফির নেপথ্যের অজানা গল্প নিচে তুলে ধরা হলো।

একনজরে বিশ্বকাপ ট্রফি

উপাদান (Material): ১৮ ক্যারেট খাঁটি সোনা (18k Solid Gold)

উচ্চতা (Height): ১৪ ইঞ্চি (৩৬. সেমি)

ওজন (Weight): ১৩ পাউন্ড (.১৭ কেজি)

নকশাকার (Designer): সিলভিও গাজ্জানিগা, ইতালি।

বর্তমান বাজারমূল্য (Market Value): ২০ মিলিয়ন ডলার (প্রায়)

১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর আগের জুলে রিমে ট্রফি (Jules Rimet Trophy) স্থায়ীভাবে তাদের দিয়ে দেওয়া হয়। এরপর ১৯৭১ সালে ইতালির মিলানের শিল্পী সিলভিও গাজ্জানিগা (Silvio Gazzaniga) বর্তমান ট্রফিটির নকশা করেন। সাতটি দেশের ৫৩ জন ভাস্করের নকশাকে পেছনে ফেলে গাজ্জানিগার তৈরি 'ফিফা বিশ্বকাপ ট্রফি' (FIFA World Cup Trophy) চূড়ান্তভাবে নির্বাচিত হয়। দুটি মনুষ্যমূর্তি হাত তুলে গোলাকার পৃথিবী সদৃশ একটি গোলককে ধরে রেখেছেএটাই বর্তমান ট্রফির মূল বৈশিষ্ট্য।

কতটুকু স্বর্ণ আছে এবং এর দাম কত

বিশ্বকাপ ট্রফিটি ১৮ ক্যারেট খাঁটি সোনায় (18-karat gold) তৈরি। এটি উচ্চতায় প্রায় ১৪ ইঞ্চি এবং ওজনে ১৩ পাউন্ড (প্রায় .১৭ কেজি) ট্রফিটি তৈরির সময় খরচ ছিল মাত্র ৫০ হাজার ডলার, কিন্তু বর্তমানে এর আকাশচুম্বী বাজারমূল্য প্রায় ২০ মিলিয়ন ডলার (২০ মিলিয়ন ডলার) বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৫ কোটি টাকার বেশি!

সিলভিও গাজ্জানিগা মিলানের বার্তোনি ম্যানুফ্যাকচারিং কোম্পানি (GDE Bertoni)-এর হয়ে কাজ করতেন। সেই থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানের কাঁধেই রয়েছে বিশ্বকাপ ট্রফি তৈরির গুরুদায়িত্ব। গাজ্জানিগার মৃত্যুর পর তার ছেলে জর্জিও গাজ্জানিগা বর্তমানে এই ঐতিহ্যের দেখাশোনা করছেন। এই প্রতিষ্ঠানটি শুধু বিশ্বকাপই নয়, উয়েফা কাপ (UEFA Cup) এবং ইউরোপিয়ান সুপার কাপের (European Super Cup) ট্রফিও তৈরি করে থাকে।

বিজয়ীরা কি আসল ট্রফিটি পায়

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দেশই এখন আর আসল ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের কাছে রাখতে পারে না। বিজয়ীদের হাতে আসল ট্রফিটি তুলে দেওয়া হলেও উদযাপনের পর সেটি ফিফা নিয়ে নেয় এবং তার বদলে একটি স্বর্ণের প্রলেপ দেওয়া ব্রোঞ্জের রেপ্লিকা (Replica Trophy) বিজয়ীদের দেওয়া হয়।

 

এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত