ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নারী বিশ্বকাপ বাছাইপর্বে জ্যোতিকে অধিনায়ক করে দল ঘোষণা



নারী বিশ্বকাপ বাছাইপর্বে জ্যোতিকে অধিনায়ক করে দল ঘোষণা
ছবি : সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে নেপালে শুরু হচ্ছে বাছাইপর্ব। যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাছাইপর্বের গ্রুপিং সূচি প্রকাশ করেছে, যা অনুযায়ী ১৮ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নেপালের দুই ভেন্যুতে চলবে এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলদেশ। অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তারকে। অভিজ্ঞ তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বিশ্বকাপের মূল পর্বে ফেরার ব্যাপারে আশাবাদী টাইগ্রেসরা। দলটি আগামী ১২ জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবে।

বাছাইপর্বে মোট ১০টি দল অংশ নিচ্ছে, যাদের দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি নামিবিয়া। অন্যদিকে বি গ্রুপে খেলবে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস স্বাগতিক নেপাল। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। সেখান থেকে সেরা চার দল আগামী বছর ইংল্যান্ড ওয়েলসে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে, যা অনুষ্ঠিত হবে ১২ জুন থেকে জুলাই পর্যন্ত।

বাংলাদেশ তাদের বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে ১৮ জানুয়ারি আপার মুলপানি ক্রিকেট মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনি এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

গ্রুপ পর্বে শেষ ম্যাচে ২৪ জানুয়ারি আবারও আপার মুলপানি মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা। বাছাইপর্বের সব ম্যাচই নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আপার মুলপানি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।

বাছাইপর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ নারী দল। ১৪ থেকে ১৬ জানুয়ারির মধ্যে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে দুটিতে অংশ নেবে বাংলাদেশ। ১৪ জানুয়ারি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ১৬ জানুয়ারি আপার মুলপানি ক্রিকেট মাঠে থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

বাংলাদেশের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাইশারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া হাবিবা ইসলাম পিংকি।

 

এমএইছ/ধ্রুবকন্ঠ

 

বিষয় : ক্রিকেট আইসিসি সর্বশেষ আপডেট

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


নারী বিশ্বকাপ বাছাইপর্বে জ্যোতিকে অধিনায়ক করে দল ঘোষণা

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে নেপালে শুরু হচ্ছে বাছাইপর্ব। যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাছাইপর্বের গ্রুপিং সূচি প্রকাশ করেছে, যা অনুযায়ী ১৮ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নেপালের দুই ভেন্যুতে চলবে এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলদেশ। অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তারকে। অভিজ্ঞ তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বিশ্বকাপের মূল পর্বে ফেরার ব্যাপারে আশাবাদী টাইগ্রেসরা। দলটি আগামী ১২ জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবে।

বাছাইপর্বে মোট ১০টি দল অংশ নিচ্ছে, যাদের দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি নামিবিয়া। অন্যদিকে বি গ্রুপে খেলবে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস স্বাগতিক নেপাল। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। সেখান থেকে সেরা চার দল আগামী বছর ইংল্যান্ড ওয়েলসে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে, যা অনুষ্ঠিত হবে ১২ জুন থেকে জুলাই পর্যন্ত।

বাংলাদেশ তাদের বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে ১৮ জানুয়ারি আপার মুলপানি ক্রিকেট মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনি এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

গ্রুপ পর্বে শেষ ম্যাচে ২৪ জানুয়ারি আবারও আপার মুলপানি মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা। বাছাইপর্বের সব ম্যাচই নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আপার মুলপানি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।

বাছাইপর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ নারী দল। ১৪ থেকে ১৬ জানুয়ারির মধ্যে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে দুটিতে অংশ নেবে বাংলাদেশ। ১৪ জানুয়ারি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ১৬ জানুয়ারি আপার মুলপানি ক্রিকেট মাঠে থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

বাংলাদেশের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাইশারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া হাবিবা ইসলাম পিংকি।

 

এমএইছ/ধ্রুবকন্ঠ

 


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত