ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জামাইয়ের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেল শ্বশুরবাড়ি



জামাইয়ের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেল শ্বশুরবাড়ি
ছবি : সংগৃহীত

সিলেটের জামাই হিসেবে পরিচিত ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি। চলতি বিপিএলে শ্বশুরুবাড়ির দল সিলেট টাইটান্সের হয়ে খেলছেন এই অলরাউন্ডার।  জয়ের জন্য শেষ বলে ৩১ রান প্রয়োজন ছিল ঢাকা ক্যাপিটালসের। সমীকরণটা যে কঠিন তা ম্যাচ শেষে বোঝাই গেল। রুয়েল মিয়ার করা ওভারটিতে ১০ রান নিতে পেরেছেন সাব্বির রহমান। তাতে ২০ রানে বিপিএলে চতুর্থ জয় পেয়েছে সিলেট টাইটানস।

সিলেটে ১৮১ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো পেয়েছিল ঢাকা। উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন আব্দুল্লাহ আল মামুন রহমানউল্লাহ গুরবাজ। ব্যক্তিগত ২৪ রানে মামুন আউট হতেই ম্যাচের মোড় যায় ঘুরে। মুহূর্তের মধ্যেই যে ঢাকার স্কোর দাঁড়ায় উইকেটে ৬৭ রান।

সেখান থেকে সাইফ হাসানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে ধাক্কাটা সামলান গুরবাজ। তবে এবারের বিপিএলে প্রথম ফিফটি পেয়ে ৫১ রানে নিজে আউট হলে ভেঙে যায় তাদের জুটি। শুধু তাদের জুটি নয়, ম্যাচই শেষ হয়। কেননা গুরবাজের উইকেটসহ সময় রানে উইকেট হারায় ঢাকা। শেষ দিকে ২৫ রানের ইনিংস খেলে শুধু ব্যবধান কমান সাব্বির হোসেন। সিলেটের হয়ে সর্বোচ্চ উইকেট নেন সালমান ইরশাদ। দ্বিতীয় সর্বোচ্চ ২টি নেন মঈন আলী।

বল হাতে উইকেট নেওয়ার আগে ব্যাটিংয়ে ঝড় তোলেন মঈন। তার ৩৫০.০০ স্ট্রাইকরেটে ২৮ রানের ইনিংসে পরে উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় সিলেট। ছক্কা চারের ইনিংসটি না খেললে ১৬০ রান হতো কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। অলরাউন্ড পারফরম্যান্সের জন্যেই পরে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার।

এর আগে পারভেজ হোসেন ইমন (৩২) তাওফিক খান (৩২) উদ্বোধনী জুটিতে ৪৮ করলেও মাঝে রান খরায় ভুগছিল সিলেট। চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি গড়ে আজমতউল্লাহ ওমরজাই আরিফুল ইসলাম বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ওমরজাইয়ের ৩৩ রানের

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : বিপিএল মঈন আলি সিলেট টাইটানস

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


জামাইয়ের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেল শ্বশুরবাড়ি

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

সিলেটের জামাই হিসেবে পরিচিত ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি। চলতি বিপিএলে শ্বশুরুবাড়ির দল সিলেট টাইটান্সের হয়ে খেলছেন এই অলরাউন্ডার।  জয়ের জন্য শেষ বলে ৩১ রান প্রয়োজন ছিল ঢাকা ক্যাপিটালসের। সমীকরণটা যে কঠিন তা ম্যাচ শেষে বোঝাই গেল। রুয়েল মিয়ার করা ওভারটিতে ১০ রান নিতে পেরেছেন সাব্বির রহমান। তাতে ২০ রানে বিপিএলে চতুর্থ জয় পেয়েছে সিলেট টাইটানস।

সিলেটে ১৮১ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো পেয়েছিল ঢাকা। উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন আব্দুল্লাহ আল মামুন রহমানউল্লাহ গুরবাজ। ব্যক্তিগত ২৪ রানে মামুন আউট হতেই ম্যাচের মোড় যায় ঘুরে। মুহূর্তের মধ্যেই যে ঢাকার স্কোর দাঁড়ায় উইকেটে ৬৭ রান।

সেখান থেকে সাইফ হাসানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে ধাক্কাটা সামলান গুরবাজ। তবে এবারের বিপিএলে প্রথম ফিফটি পেয়ে ৫১ রানে নিজে আউট হলে ভেঙে যায় তাদের জুটি। শুধু তাদের জুটি নয়, ম্যাচই শেষ হয়। কেননা গুরবাজের উইকেটসহ সময় রানে উইকেট হারায় ঢাকা। শেষ দিকে ২৫ রানের ইনিংস খেলে শুধু ব্যবধান কমান সাব্বির হোসেন। সিলেটের হয়ে সর্বোচ্চ উইকেট নেন সালমান ইরশাদ। দ্বিতীয় সর্বোচ্চ ২টি নেন মঈন আলী।

বল হাতে উইকেট নেওয়ার আগে ব্যাটিংয়ে ঝড় তোলেন মঈন। তার ৩৫০.০০ স্ট্রাইকরেটে ২৮ রানের ইনিংসে পরে উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় সিলেট। ছক্কা চারের ইনিংসটি না খেললে ১৬০ রান হতো কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। অলরাউন্ড পারফরম্যান্সের জন্যেই পরে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার।

এর আগে পারভেজ হোসেন ইমন (৩২) তাওফিক খান (৩২) উদ্বোধনী জুটিতে ৪৮ করলেও মাঝে রান খরায় ভুগছিল সিলেট। চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি গড়ে আজমতউল্লাহ ওমরজাই আরিফুল ইসলাম বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ওমরজাইয়ের ৩৩ রানের

এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত