ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কোহলি-রুশোকে পেছনে ফেললেন ডেভিড ওয়ার্নার



কোহলি-রুশোকে পেছনে ফেললেন ডেভিড ওয়ার্নার
ছবি: সংগৃহীত

কীর্তিটা ব্রিসবেনেই গড়তে পারতেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ব্রিসবেন হিটের বিপক্ষে সেদিন কি যেন মনে হলে তার, প্রান্ত বদল করতে গিয়ে ৮২ রানে আউট হয়ে সেঞ্চুরিটাই ফেলে আসলেন।

যখন আউট হন ওয়ার্নার তখন ১৫. ওভার চলছিল। সেদিন আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও আজ ঠিকই তিন অংক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার।

সিডনি সিক্সার্সের বিপক্ষে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে কীর্তি গড়েছেন বাঁহাতি ওপেনার।

ছক্কা ১১ চারের দুর্দান্ত ইনিংসটি ওয়ার্নারের দশম সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টির সেঞ্চুরির তালিকায় তাতে পেছনে পড়েছেন বিরাট কোহলি রাইলি রুশো। সমান সেঞ্চুরির মালিক কোহলি রুশোকে চারে ঠেলে দিয়ে তিনে জায়গা করে নিয়েছেন ৩৯ বছর বয়সী ব্যাটার।

ওয়ার্নারের সামনের দুজন হচ্ছেনবাবর আজম ক্রিস গেইল। ১১ সেঞ্চুরি করা পাকিস্তানি ব্যাটার বাবরের বিপরীতে ২২ সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি গেইল। 

কীর্তি গড়া ওয়ার্নার বিগ ব্যাশে দারুণ ছন্দেও আছেন। ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালেও রানের ফোয়ারা ছুটাচ্ছেন তিনি।

তার ব্যাট এতটাই হাসছে যে, সর্বশেষ চার ম্যাচের প্রতিটিতেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। যার মধ্যে দুটি সেঞ্চুরি। সর্বশেষ থেকে তার ইনিংগুলো হচ্ছে১১০*, ৮২, ৬৭* ১৩০*

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : কোহলি রুশোক ডেভিড ওয়ার্নার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


কোহলি-রুশোকে পেছনে ফেললেন ডেভিড ওয়ার্নার

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

কীর্তিটা ব্রিসবেনেই গড়তে পারতেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ব্রিসবেন হিটের বিপক্ষে সেদিন কি যেন মনে হলে তার, প্রান্ত বদল করতে গিয়ে ৮২ রানে আউট হয়ে সেঞ্চুরিটাই ফেলে আসলেন।

যখন আউট হন ওয়ার্নার তখন ১৫. ওভার চলছিল। সেদিন আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও আজ ঠিকই তিন অংক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার।

সিডনি সিক্সার্সের বিপক্ষে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে কীর্তি গড়েছেন বাঁহাতি ওপেনার।

ছক্কা ১১ চারের দুর্দান্ত ইনিংসটি ওয়ার্নারের দশম সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টির সেঞ্চুরির তালিকায় তাতে পেছনে পড়েছেন বিরাট কোহলি রাইলি রুশো। সমান সেঞ্চুরির মালিক কোহলি রুশোকে চারে ঠেলে দিয়ে তিনে জায়গা করে নিয়েছেন ৩৯ বছর বয়সী ব্যাটার।

ওয়ার্নারের সামনের দুজন হচ্ছেনবাবর আজম ক্রিস গেইল। ১১ সেঞ্চুরি করা পাকিস্তানি ব্যাটার বাবরের বিপরীতে ২২ সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি গেইল। 

কীর্তি গড়া ওয়ার্নার বিগ ব্যাশে দারুণ ছন্দেও আছেন। ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালেও রানের ফোয়ারা ছুটাচ্ছেন তিনি।

তার ব্যাট এতটাই হাসছে যে, সর্বশেষ চার ম্যাচের প্রতিটিতেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। যার মধ্যে দুটি সেঞ্চুরি। সর্বশেষ থেকে তার ইনিংগুলো হচ্ছে১১০*, ৮২, ৬৭* ১৩০*

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত