ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করা হবে না



কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করা হবে না
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ম্যাচের ভেন্যু কলকাতা মুম্বাই থেকে সরিয়ে নেয়ার কথা ভাবলেও সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। এর বদলে দক্ষিণ ভারতের চেন্নাই তিরুবনন্তপুরমে আয়োজন করা হতে পারে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়।
ভারতের প্রতিবেদন থেকে তথ্য জানা গেলেও এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। তবে তারা যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় তবে তা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
গণমাধ্যমকে তিনি বলেন, আইসিসির সিকিউরিটি টিম চিঠিতে বলেছে তিনটা বিষয় হলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে। এক. মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করলে, দুই.বাংলাদেশের জার্সি পরে দর্শকরা ঘোরাফেরা করলে আর তিন. জাতীয় নির্বাচন যতো এগিয়ে আসবে। এর চেয়ে উদ্ভট অবাস্তব কথা আর হতে পারেনা।
তিনি আরও বলেন, সিকিউরিটি টিমের এই কথা প্রমাণ করে, ভারতে বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। সেখানে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। আইসিসি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকলে আমাদের অবশ্যই শ্রীলঙ্কায় খেলার সুযোগ হওয়া উচিত। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে নতি স্বীকার করবে না বাংলাদেশ।
উল্লেখ্য, ভারত শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের পর্দা উঠবে আগামী ফেব্রুয়ারি। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলবে। ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা টাইগারদের। এরপর একই ভেন্যুতে ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।

 

এমএইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : খেলা ভারত আসিফ নজরুল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করা হবে না

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশের ম্যাচের ভেন্যু কলকাতা মুম্বাই থেকে সরিয়ে নেয়ার কথা ভাবলেও সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। এর বদলে দক্ষিণ ভারতের চেন্নাই তিরুবনন্তপুরমে আয়োজন করা হতে পারে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়।
ভারতের প্রতিবেদন থেকে তথ্য জানা গেলেও এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। তবে তারা যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় তবে তা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
গণমাধ্যমকে তিনি বলেন, আইসিসির সিকিউরিটি টিম চিঠিতে বলেছে তিনটা বিষয় হলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে। এক. মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করলে, দুই.বাংলাদেশের জার্সি পরে দর্শকরা ঘোরাফেরা করলে আর তিন. জাতীয় নির্বাচন যতো এগিয়ে আসবে। এর চেয়ে উদ্ভট অবাস্তব কথা আর হতে পারেনা।
তিনি আরও বলেন, সিকিউরিটি টিমের এই কথা প্রমাণ করে, ভারতে বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। সেখানে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। আইসিসি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকলে আমাদের অবশ্যই শ্রীলঙ্কায় খেলার সুযোগ হওয়া উচিত। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে নতি স্বীকার করবে না বাংলাদেশ।
উল্লেখ্য, ভারত শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের পর্দা উঠবে আগামী ফেব্রুয়ারি। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলবে। ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা টাইগারদের। এরপর একই ভেন্যুতে ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।

 

এমএইছ / ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত