ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

এবার পিঠ দিয়ে গোল দিলেন রোনালদো



এবার পিঠ দিয়ে গোল দিলেন রোনালদো
ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো জীবনে তার শরীরের কতো জায়গা দিয়ে যে গোল করেছেন! পায়ে, মাথা দিয়ে তো সবাই করে, হাত দিয়েও গোল আছে রোনালদোর। তবে এবার যাকরলেন’, তার নজির তার জীবনে আর একবারও দেখা যায়নি। এবার তিনি গোল করেছেন পিঠ দিয়ে।

তবে গোলটাকরেছেনবলার চেয়েপেয়েছেনবলাটাই বোধ হয় শ্রেয়। এই গোলে যে তার অবদান ছিল শূন্যের কোঠায়, ভাগ্যগুণে গোলটা পেয়ে গিয়েছেন তিনি। বক্সের ভেতর থেকে সতীর্থ জোয়াও ফেলিক্স গোলে শট নিয়েছিলেন, তবে তার পথ আটকে দাঁড়ান রোনালদো। শটটা তার পিঠে লেগে দিক বদলে জড়ায় জালে। 

অবদান শূন্যের কাছাকাছি থাকলেও রোনালদো উদযাপনটা করেছেন বেশ করে। গোলটা নিশ্চিত হতেই তিনি ছুটে যান কর্নার পতাকার দিকে। সেখানে গিয়ে চিরচেনাসিউউউদযাপনে মেতেছিলেন তিনি। 

গত রাতের ম্যাচে গোল পেয়েও অবশ্য দলকে জেতাতে পারেননি রোনালদো। সৌদি প্রো লিগের এই ম্যাচে আল-নাসরের ১০ ম্যাচের জয়যাত্রা থেমে গেছে। মঙ্গলবার আল-ইত্তিফাকের সঙ্গে গোলে ড্র করেছে লিগের শীর্ষ দলটি। 

 

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : খেলা ফুটবল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


এবার পিঠ দিয়ে গোল দিলেন রোনালদো

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

ক্রিশ্চিয়ানো রোনালদো জীবনে তার শরীরের কতো জায়গা দিয়ে যে গোল করেছেন! পায়ে, মাথা দিয়ে তো সবাই করে, হাত দিয়েও গোল আছে রোনালদোর। তবে এবার যাকরলেন’, তার নজির তার জীবনে আর একবারও দেখা যায়নি। এবার তিনি গোল করেছেন পিঠ দিয়ে।

তবে গোলটাকরেছেনবলার চেয়েপেয়েছেনবলাটাই বোধ হয় শ্রেয়। এই গোলে যে তার অবদান ছিল শূন্যের কোঠায়, ভাগ্যগুণে গোলটা পেয়ে গিয়েছেন তিনি। বক্সের ভেতর থেকে সতীর্থ জোয়াও ফেলিক্স গোলে শট নিয়েছিলেন, তবে তার পথ আটকে দাঁড়ান রোনালদো। শটটা তার পিঠে লেগে দিক বদলে জড়ায় জালে। 

অবদান শূন্যের কাছাকাছি থাকলেও রোনালদো উদযাপনটা করেছেন বেশ করে। গোলটা নিশ্চিত হতেই তিনি ছুটে যান কর্নার পতাকার দিকে। সেখানে গিয়ে চিরচেনাসিউউউদযাপনে মেতেছিলেন তিনি। 

গত রাতের ম্যাচে গোল পেয়েও অবশ্য দলকে জেতাতে পারেননি রোনালদো। সৌদি প্রো লিগের এই ম্যাচে আল-নাসরের ১০ ম্যাচের জয়যাত্রা থেমে গেছে। মঙ্গলবার আল-ইত্তিফাকের সঙ্গে গোলে ড্র করেছে লিগের শীর্ষ দলটি। 

 

এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত