ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আইসিসি শ্রীলঙ্কাকে অনুমোদন না দিলে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ


প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আইসিসি শ্রীলঙ্কাকে অনুমোদন না দিলে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ
ছবি : সংগৃহীত

 নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কাকেই বিকল্প ভেন্যু হিসেবে চূড়ান্তভাবে পছন্দ করা হয়েছে।

বিসিবি পরিচালক আসিফ আকবর বিষয়ে বলেন, আইন, ক্রীড়া, পররাষ্ট্র তথ্য মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি যদি প্রস্তাবিত ভেন্যু শ্রীলঙ্কাকে অনুমোদন না দেয়, তাহলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না বলেও স্পষ্ট জানান তিনি। খেলোয়াড়, মিডিয়া প্রতিনিধি দর্শকদের নিরাপত্তা বোর্ডের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। কারণেইবাংলাদেশ ফার্স্টনীতিকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে আসিফ আকবর শুধু বিশ্বকাপ ভেন্যু ইস্যুই নয়, আরও নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। তিনি মোস্তাফিজুর রহমানের আইপিএল এনওসি প্রসঙ্গ, বিসিবিকে আইসিসির নিষেধাজ্ঞা রাজস্ব হারানোর গুঞ্জন, আইসিসির সঙ্গে চলমান চিঠি চালাচালি এবং বোর্ডের অভ্যন্তরীণ ঐক্যের বিষয়গুলো তুলে ধরেন।

এছাড়া দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও নিজের ভাবনা জানান বিসিবি পরিচালক। বয়সভিত্তিক ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করা, অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের গুরুত্ব, থিম সং সংগীতের মাধ্যমে তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করার পরিকল্পনার কথাও বলেন তিনি।

একইসঙ্গে ক্রিকেটের উন্নয়নে মিডিয়ার ভূমিকা, দীর্ঘমেয়াদি ক্রিকেট দর্শন এবং খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অবস্থানও ব্যাখ্যা করেন আসিফ আকবর। তার মতে, ব্যক্তিগত রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ক্রিকেটকে জাতীয় স্বার্থের জায়গা থেকেই পরিচালনা করা উচিত।

 

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ক্রিকেট আইসিসি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


আইসিসি শ্রীলঙ্কাকে অনুমোদন না দিলে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

 নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কাকেই বিকল্প ভেন্যু হিসেবে চূড়ান্তভাবে পছন্দ করা হয়েছে।

বিসিবি পরিচালক আসিফ আকবর বিষয়ে বলেন, আইন, ক্রীড়া, পররাষ্ট্র তথ্য মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি যদি প্রস্তাবিত ভেন্যু শ্রীলঙ্কাকে অনুমোদন না দেয়, তাহলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না বলেও স্পষ্ট জানান তিনি। খেলোয়াড়, মিডিয়া প্রতিনিধি দর্শকদের নিরাপত্তা বোর্ডের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। কারণেইবাংলাদেশ ফার্স্টনীতিকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে আসিফ আকবর শুধু বিশ্বকাপ ভেন্যু ইস্যুই নয়, আরও নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। তিনি মোস্তাফিজুর রহমানের আইপিএল এনওসি প্রসঙ্গ, বিসিবিকে আইসিসির নিষেধাজ্ঞা রাজস্ব হারানোর গুঞ্জন, আইসিসির সঙ্গে চলমান চিঠি চালাচালি এবং বোর্ডের অভ্যন্তরীণ ঐক্যের বিষয়গুলো তুলে ধরেন।

এছাড়া দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও নিজের ভাবনা জানান বিসিবি পরিচালক। বয়সভিত্তিক ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করা, অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের গুরুত্ব, থিম সং সংগীতের মাধ্যমে তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করার পরিকল্পনার কথাও বলেন তিনি।

একইসঙ্গে ক্রিকেটের উন্নয়নে মিডিয়ার ভূমিকা, দীর্ঘমেয়াদি ক্রিকেট দর্শন এবং খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অবস্থানও ব্যাখ্যা করেন আসিফ আকবর। তার মতে, ব্যক্তিগত রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ক্রিকেটকে জাতীয় স্বার্থের জায়গা থেকেই পরিচালনা করা উচিত।

 

এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত