ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজশাহীতে ডেঙ্গু রোগীর মৃত্যু



রাজশাহীতে ডেঙ্গু রোগীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজশাহীর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোমেনা খাতুন (৫০) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত রোমেনা খাতুন পাবনা সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে রোমেনা খাতুন জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার আগের সাত দিন তিনি জ্বরে ভুগছিলেন।

ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ধ্রুবকন্ঠ/এসপি

বিষয় : রাজশাহী ডেঙ্গু রোগী মৃত্যু

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


রাজশাহীতে ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

featured Image

রাজশাহীর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোমেনা খাতুন (৫০) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত রোমেনা খাতুন পাবনা সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে রোমেনা খাতুন জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার আগের সাত দিন তিনি জ্বরে ভুগছিলেন।

ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ধ্রুবকন্ঠ/এসপি


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত