ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ময়মনসিংহ

ধানের শীষে ভোট চাওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

ময়মনসিংহের ভালুকায় বিএনপির প্রার্থীর জন্য ধানের শীষের পক্ষে ভোট চাওয়ায় উপজেলার কাচিনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ওই নোটিশ প্রদান করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ দপ্তর সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন রাসেল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মেম্বার দায়িত্বে থাকা অবস্থায় গত বুধবার (১০ ডিসেম্বর) কাচিনা ইউনিয়নের বাটাজোর বনিক সমিতির সভায় ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহাম্মেদ বাচ্চুর জন্য ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তৃতা করেন। ওই ঘটনায় কাচিনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মেম্বারকে তার পদ থেকে গতকাল বৃহস্প তিবার সাময়িকভাবে বরখাস্ত করে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না মর্মে নোটিশ দেন। সাত কর্মদিবসের মধ্যে তাকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সেলে এর জবাব দিতে বলা হয়।উপজেলা স্বেচ্ছাসেবক লীগ দপ্তর সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন রাসেল জানান, সংগঠনবিরোধী কাজ করায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন শিবলি ও সাধারণ সম্পাদক কে. বি. এম আসাদুজ্জামান ছানার নির্দেশে কাচিনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মেম্বারকে ওই নোটিশ দেওয়া হয়েছে।   এম.এইছ /  ধ্রুব্কণ্ঠ

ধানের শীষে ভোট চাওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার