ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জামায়াত

আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর বলেছেন, ‘আমরা জাতির আকাঙ্ক্ষা পূরণে একত্রিত হয়েছি। আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না। আমরা চাঁদাবাজি-খুনের রাজনীতি আর দেখতে চাই না। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তারাই এখানে সমবেত হয়েছেন।’আজ বৃহস্পতিবার রাতে ১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘কারচুপি-ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। আমরা সবাইকে ভোটাধিকার প্রয়োগ ও ভোটের হিসাব নেওয়ার অনুরোধ করছি।’তিনি বলেন, ‘আজকের এই ঐক্যের পেছনে অনেকের অবদান রয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আমরা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদমুক্ত একটা নতুন দেশ গড়ার মাধ্যমে তাদের ঋণ পরিশোধ করতে চাই।’শরিফ ওসমান বিন হাদি প্রসঙ্গে তিনি বলেন, ‘হাদি ছিলেন নিজেই একটা বিপ্লব। আমরা তার হত্যার বিচার চাই। তিনি যদি বিচার পান তাহলে আরো অনেকেই দেশের জন্য এগিয়ে আসবেন। আর যদি বিচার না হয় তাহলে এ দেশে আর কোনো বিপ্লবী জন্ম নেবে না।’পরে ১১ দলীয় জোটের ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।তিনি জানান, ‘আসন সমঝোতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি ও নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের আসনের বিষয়টি এখনো নির্ধারণ করা যায়নি। দ্রুতই সেগুলো জানানো হবে।’সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদিরসহ ১১ দলের শীর্ষ নেতারা।  এনএম/ধ্রুবকন্ঠ

আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না : জামায়াত আমির