ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আইনজীবী আলিফ হত্যা মামলা: পলাতক আসামি গণেশ গ্রেপ্তার



আইনজীবী আলিফ হত্যা মামলা: পলাতক আসামি গণেশ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামি গণেশকে (১৯) গ্রেপ্তার করেছে ্যাব-৭। সে নগরীর কোতোয়ালি থানাধীন সেবক কলোনির বাসিন্দা শরিফ দাশের ছেলে।

আজ রবিবার (১১ জানুয়ারি) ্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের কোতোয়ালি থানার লালদীঘি এলাকার জেলা পরিষদ সুপার মার্কেট থেকে গনেশকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) আর এম মোজাফফর হোসেন জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি গণেশ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্য গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

্যাব মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৫ অক্টোবর সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। সেই সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ৩১ অক্টোবর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা হজরত শাহজালাল বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে, আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। গ্রেপ্তার গণেশ আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত অন্যতম পলাতক আসামি।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : পলাতক আইনজীবী হত্যা মামলা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


আইনজীবী আলিফ হত্যা মামলা: পলাতক আসামি গণেশ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামি গণেশকে (১৯) গ্রেপ্তার করেছে ্যাব-৭। সে নগরীর কোতোয়ালি থানাধীন সেবক কলোনির বাসিন্দা শরিফ দাশের ছেলে।

আজ রবিবার (১১ জানুয়ারি) ্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের কোতোয়ালি থানার লালদীঘি এলাকার জেলা পরিষদ সুপার মার্কেট থেকে গনেশকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) আর এম মোজাফফর হোসেন জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি গণেশ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্য গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

্যাব মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৫ অক্টোবর সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। সেই সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ৩১ অক্টোবর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা হজরত শাহজালাল বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে, আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। গ্রেপ্তার গণেশ আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত অন্যতম পলাতক আসামি।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত