বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা জনদুর্ভোগের কথা
বিবেচনা করে ৯ ঘণ্টা ধরে চলা রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন।
আজ রবিবার (২৩
নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা এ অবরোধ তুলে নেন। এতে ঢাকা-ময়মনসিংহ
রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
৪৭তম
বিসিএস লিখিত পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আজ সকাল ১০টা থেকে
বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইন এলাকায় জড়ো হতে থাকেন।
সকাল
১১টার দিকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসকে অবরোধের মুখে থামিয়ে দেন তারা। এতে
ঢাকা-ময়মনসিংহ রুটের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যাত্রী ভোগান্তিতে
পড়েন।
প্রায়
সাড়ে ৩ ঘণ্টা পর যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রশাসনের অনুরোধে
শিক্ষার্থীরা তিস্তা এক্সপ্রেসকে ছেড়ে দেন। পরে আবারও রেললাইন অবরোধ করে অবস্থান
নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পরে তারা জানায়,
পিএসসি কর্তৃপক্ষ ও উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় সন্তোষজনক আশ্বাস না
পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও ঘোষণা করেছিলেন তারা। তবে
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ এবং জনদুর্ভোগ বেড়ে যাওয়ায় রাত সাড়ে ৮টার দিকে
শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
আন্দোলনকারী
মেহরাজ হাসান বলেন, ‘৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবির বিষয়ে এই
মুহূর্তে ঢাকা শাহাবাগে ব্লকড কর্মসূচি চলছে।
ঢাকার
নির্দেশনা অনুযায়ী আমরা বাকৃবিতে অবরোধ করেছি। দীর্ঘ সময় অবরোধের কারণে
যাত্রীদের সমস্যা হচ্ছে। সার্বিক দিক বিবেচনায় আজ অবরোধ প্রত্যাহার করা হচ্ছে।
রেল
অবরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া
বলেন, ‘৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তার জেরে
শিক্ষার্থীরা মাঝে মধ্যেই রেললাইন অবরোধ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয়
প্রশাসন শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে এবং তাদের দাবির বিষয়ে উর্ধ্বতন
কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে একটি সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে।
বিসিএস
কর্তৃপক্ষের কাছে অনুরোধ, শিক্ষার্থীদের দাবি যদি ন্যায্য হয় তবে তা দ্রুত বাস্তবায়নের
রূপরেখা দেওয়া উচিত।
ময়মনসিংহ
রেলওয়ে স্টেশনের স্টেশন তত্ত্বাবধায়ক মো. আব্দুল্লাহ আল হারুন জানান, ‘এদিন
রেললাইন অবরুদ্ধ থাকায় দুপুর ১টা ১৫ তে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস
ট্রেনটি বর্তমানে গফরগাঁও স্টেশনে এসে থেমে থাকে। অন্যদিকে ত্রিশালের ফাতেমা নগরে
মহুয়া কমিউটার ট্রেন, আউলিয়া নগরে আগ্নিবীনা এক্সপ্রেস এবং ময়মনসিংহ রেলওয়ে
স্টেশনে বলাকা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন স্থবির হয়ে পরে।’
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : ৯ ঘণ্টা ধরে চলা রেলপথ অবরোধ প্রত্যাহার
.png)
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫
বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা জনদুর্ভোগের কথা
বিবেচনা করে ৯ ঘণ্টা ধরে চলা রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন।
আজ রবিবার (২৩
নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা এ অবরোধ তুলে নেন। এতে ঢাকা-ময়মনসিংহ
রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
৪৭তম
বিসিএস লিখিত পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আজ সকাল ১০টা থেকে
বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইন এলাকায় জড়ো হতে থাকেন।
সকাল
১১টার দিকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসকে অবরোধের মুখে থামিয়ে দেন তারা। এতে
ঢাকা-ময়মনসিংহ রুটের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যাত্রী ভোগান্তিতে
পড়েন।
প্রায়
সাড়ে ৩ ঘণ্টা পর যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রশাসনের অনুরোধে
শিক্ষার্থীরা তিস্তা এক্সপ্রেসকে ছেড়ে দেন। পরে আবারও রেললাইন অবরোধ করে অবস্থান
নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পরে তারা জানায়,
পিএসসি কর্তৃপক্ষ ও উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় সন্তোষজনক আশ্বাস না
পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও ঘোষণা করেছিলেন তারা। তবে
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ এবং জনদুর্ভোগ বেড়ে যাওয়ায় রাত সাড়ে ৮টার দিকে
শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
আন্দোলনকারী
মেহরাজ হাসান বলেন, ‘৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবির বিষয়ে এই
মুহূর্তে ঢাকা শাহাবাগে ব্লকড কর্মসূচি চলছে।
ঢাকার
নির্দেশনা অনুযায়ী আমরা বাকৃবিতে অবরোধ করেছি। দীর্ঘ সময় অবরোধের কারণে
যাত্রীদের সমস্যা হচ্ছে। সার্বিক দিক বিবেচনায় আজ অবরোধ প্রত্যাহার করা হচ্ছে।
রেল
অবরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া
বলেন, ‘৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তার জেরে
শিক্ষার্থীরা মাঝে মধ্যেই রেললাইন অবরোধ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয়
প্রশাসন শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে এবং তাদের দাবির বিষয়ে উর্ধ্বতন
কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে একটি সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে।
বিসিএস
কর্তৃপক্ষের কাছে অনুরোধ, শিক্ষার্থীদের দাবি যদি ন্যায্য হয় তবে তা দ্রুত বাস্তবায়নের
রূপরেখা দেওয়া উচিত।
ময়মনসিংহ
রেলওয়ে স্টেশনের স্টেশন তত্ত্বাবধায়ক মো. আব্দুল্লাহ আল হারুন জানান, ‘এদিন
রেললাইন অবরুদ্ধ থাকায় দুপুর ১টা ১৫ তে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস
ট্রেনটি বর্তমানে গফরগাঁও স্টেশনে এসে থেমে থাকে। অন্যদিকে ত্রিশালের ফাতেমা নগরে
মহুয়া কমিউটার ট্রেন, আউলিয়া নগরে আগ্নিবীনা এক্সপ্রেস এবং ময়মনসিংহ রেলওয়ে
স্টেশনে বলাকা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন স্থবির হয়ে পরে।’
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন