ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে পরীক্ষার হল সামলেছেন অভিভাবকরা



শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে পরীক্ষার হল সামলেছেন অভিভাবকরা
ছবি: সংগৃহীত

ফেনীতে বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যেই আজ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষার হলে শিক্ষকদের পরিবর্তে অভিভাবকদের উপস্থিতিতেই কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেখা গেছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফেনীর বিভিন্ন বিদ্যালয় ঘুরে এমন চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, সহকারী শিক্ষকরা বিদ্যালয়ের অফিসকক্ষে বসে কর্মসূচি পালন করছেন। এদিকে প্রধান শিক্ষক পরীক্ষার হলে প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণ করছেন। শিক্ষার্থীরা নিজ নিজ মতো করে পরীক্ষা দিচ্ছে। আবার কোনো কোনো হলে অভিভাবকেরা পরীক্ষায় সহযোগিতা করছেন।

শিক্ষার্থীদের প্রশ্ন বুঝতে সমস্যা হলেও হলে শিক্ষক না থাকায় অনেকেই বুঝে–না–বুঝে উত্তর লিখতে বাধ্য হচ্ছে।

সহকারী শিক্ষকরা জানান, তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবং তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ দেওয়ার প্রতিবাদে তারা কর্মসূচি পালন করছেন।

ফেনীর ৫৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ হাজার ৪৫ জন সহকারী শিক্ষক এই কর্মবিরতিতে অংশ নিচ্ছেন।

ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ে ১০ জন সহকারী শিক্ষক রয়েছেন। চাকরির শেষ পর্যায়ে এসে পদোন্নতি না পাওয়ায় আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছি।’

একজন অভিভাবক জানান, প্রধান শিক্ষক অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা নিচ্ছেন, কিন্তু প্রশ্ন বুঝতে না পেরে অনেক শিক্ষার্থীই সঠিকভাবে উত্তর দিতে পারছে না।
তিনি বলেন, ‘১০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখন শঙ্কা তৈরি হয়েছে। সহকারী শিক্ষক ছাড়া খাতা মূল্যায়ন ও নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ বড় চ্যালেঞ্জ।’

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদ উদ্দীন আহাম্মদ বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষকরা পরীক্ষা নিচ্ছেন। অভিভাবক ও অফিস সহকারীরাও সহযোগিতা করছেন। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে। যেসব বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : কর্মসূচি শাটডাউন অভিভাবক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে পরীক্ষার হল সামলেছেন অভিভাবকরা

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

ফেনীতে বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যেই আজ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষার হলে শিক্ষকদের পরিবর্তে অভিভাবকদের উপস্থিতিতেই কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেখা গেছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফেনীর বিভিন্ন বিদ্যালয় ঘুরে এমন চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, সহকারী শিক্ষকরা বিদ্যালয়ের অফিসকক্ষে বসে কর্মসূচি পালন করছেন। এদিকে প্রধান শিক্ষক পরীক্ষার হলে প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণ করছেন। শিক্ষার্থীরা নিজ নিজ মতো করে পরীক্ষা দিচ্ছে। আবার কোনো কোনো হলে অভিভাবকেরা পরীক্ষায় সহযোগিতা করছেন।

শিক্ষার্থীদের প্রশ্ন বুঝতে সমস্যা হলেও হলে শিক্ষক না থাকায় অনেকেই বুঝে–না–বুঝে উত্তর লিখতে বাধ্য হচ্ছে।

সহকারী শিক্ষকরা জানান, তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবং তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ দেওয়ার প্রতিবাদে তারা কর্মসূচি পালন করছেন।

ফেনীর ৫৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ হাজার ৪৫ জন সহকারী শিক্ষক এই কর্মবিরতিতে অংশ নিচ্ছেন।

ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ে ১০ জন সহকারী শিক্ষক রয়েছেন। চাকরির শেষ পর্যায়ে এসে পদোন্নতি না পাওয়ায় আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছি।’

একজন অভিভাবক জানান, প্রধান শিক্ষক অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা নিচ্ছেন, কিন্তু প্রশ্ন বুঝতে না পেরে অনেক শিক্ষার্থীই সঠিকভাবে উত্তর দিতে পারছে না।
তিনি বলেন, ‘১০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখন শঙ্কা তৈরি হয়েছে। সহকারী শিক্ষক ছাড়া খাতা মূল্যায়ন ও নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ বড় চ্যালেঞ্জ।’

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদ উদ্দীন আহাম্মদ বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষকরা পরীক্ষা নিচ্ছেন। অভিভাবক ও অফিস সহকারীরাও সহযোগিতা করছেন। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে। যেসব বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত