লক্ষ্মীপুরের
কমলনগরে
নির্মীয়মাণ
একটি
দ্বিতলা
ভবনের
কক্ষ
থেকে
দেশীয়
অস্ত্র
উদ্ধার
করা
হয়েছে।
উদ্ধার
হওয়া
অস্ত্রগুলোর
মধ্যে
রয়েছে-রামদা, চায়নিজ
কুড়াল,
দুটি
বগি
দা,
৫টি
ধারালো
ছুরি
ও
৫টি
লোহার
পাইপ।
আজ রবিবার
(১১
জানুয়ারি)
সকালে
অভিযান
চালিয়ে
উপজেলার
চরলরেন্স
ইউনিয়নের
৩
নম্বর
ওয়ার্ড
এলাকা
থেকে
এসব
অস্ত্র
উদ্ধার
করে
পুলিশ।
পুলিশ
জানায়,
শনিবার
রাতে
উপজেলার
চৌধুরী
বাজার
এলাকা
থেকে
অপরিচিত
কয়েকজন
যুবক
নুরুল
আবছার
নামের
এক
ব্যক্তিকে
তুলে
নিয়ে
যায়।
তারা আবছারকে নির্মীয়মাণ ওই ভবনের একটি কক্ষে বেঁধে রেখে টাকার জন্য রাতভর নির্যাতন করে। রবিবার সকালে ওই ব্যক্তি কৌশলে সেখান থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। পরবর্তীতে তাকে সঙ্গে নিয়ে ভবনটিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। কমলনগর
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
(ওসি)
মো.
ফরিদুল
আলম
জানান,
অভিযান
পরিচালনার
আগেই
নির্যাতনকারী
পালিয়ে
যায়।
এ
ঘটনায়
থানায়
অস্ত্র
আইনে
মামলা
দায়েরের
প্রস্তুতি
চলছে।
ঘটনার
সঙ্গে
জড়িতদের
ধরতে
পুলিশের
চেষ্টা
অব্যাহত
রয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : উদ্ধার লক্ষ্মীপুর দেশীয় অস্ত্র
.png)
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরের
কমলনগরে
নির্মীয়মাণ
একটি
দ্বিতলা
ভবনের
কক্ষ
থেকে
দেশীয়
অস্ত্র
উদ্ধার
করা
হয়েছে।
উদ্ধার
হওয়া
অস্ত্রগুলোর
মধ্যে
রয়েছে-রামদা, চায়নিজ
কুড়াল,
দুটি
বগি
দা,
৫টি
ধারালো
ছুরি
ও
৫টি
লোহার
পাইপ।
আজ রবিবার
(১১
জানুয়ারি)
সকালে
অভিযান
চালিয়ে
উপজেলার
চরলরেন্স
ইউনিয়নের
৩
নম্বর
ওয়ার্ড
এলাকা
থেকে
এসব
অস্ত্র
উদ্ধার
করে
পুলিশ।
পুলিশ
জানায়,
শনিবার
রাতে
উপজেলার
চৌধুরী
বাজার
এলাকা
থেকে
অপরিচিত
কয়েকজন
যুবক
নুরুল
আবছার
নামের
এক
ব্যক্তিকে
তুলে
নিয়ে
যায়।
তারা আবছারকে নির্মীয়মাণ ওই ভবনের একটি কক্ষে বেঁধে রেখে টাকার জন্য রাতভর নির্যাতন করে। রবিবার সকালে ওই ব্যক্তি কৌশলে সেখান থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। পরবর্তীতে তাকে সঙ্গে নিয়ে ভবনটিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। কমলনগর
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
(ওসি)
মো.
ফরিদুল
আলম
জানান,
অভিযান
পরিচালনার
আগেই
নির্যাতনকারী
পালিয়ে
যায়।
এ
ঘটনায়
থানায়
অস্ত্র
আইনে
মামলা
দায়েরের
প্রস্তুতি
চলছে।
ঘটনার
সঙ্গে
জড়িতদের
ধরতে
পুলিশের
চেষ্টা
অব্যাহত
রয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন