ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতার হয়ে খেলছেন মুস্তাফিজ



রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতার হয়ে খেলছেন মুস্তাফিজ
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে বড় ধামাকা দেখালেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দীর্ঘ দর-কষাকষির পর ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলের নিলাম ইতিহাসে এটিই এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মুস্তাফিজকে নিয়ে লড়াইয়ে নামে তার সাবেক দল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে পেতে দুই দলের স্নায়ুক্ষয়ী লড়াই শেষে শেষ হাসি হাসে শাহরুখ খানের কলকাতা।

আইপিএল নিলামে এতদিন কোনো বাংলাদেশির সর্বোচ্চ দামের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজার দখলে। ২০০৯ সালে তাকে ৬ লাখ ডলারে (তৎকালীন বিনিময় হারে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কেকেআর। দেড় দশক পর সেই রেকর্ড ভেঙে বাংলাদেশি ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালুকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন মুস্তাফিজ।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা মুস্তাফিজের এটি ষষ্ঠ দল। এর আগে তিনি মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন। গত আসরে সরাসরি নিলাম থেকে দল না পেলেও পরবর্তীতে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লিতে সুযোগ পেয়েছিলেন তিনি।

মুস্তাফিজুর রহমান দল পেলেও এবারের নিলাম তালিকায় নাম রয়েছে আরও ছয় বাংলাদেশি ক্রিকেটারের। তারা হলেন— তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রাকিবুল হাসান।

 

 

 


এমএইছ/ধ্রুবকন্ঠ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতার হয়ে খেলছেন মুস্তাফিজ

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে বড় ধামাকা দেখালেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দীর্ঘ দর-কষাকষির পর ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলের নিলাম ইতিহাসে এটিই এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মুস্তাফিজকে নিয়ে লড়াইয়ে নামে তার সাবেক দল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে পেতে দুই দলের স্নায়ুক্ষয়ী লড়াই শেষে শেষ হাসি হাসে শাহরুখ খানের কলকাতা।

আইপিএল নিলামে এতদিন কোনো বাংলাদেশির সর্বোচ্চ দামের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজার দখলে। ২০০৯ সালে তাকে ৬ লাখ ডলারে (তৎকালীন বিনিময় হারে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কেকেআর। দেড় দশক পর সেই রেকর্ড ভেঙে বাংলাদেশি ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালুকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন মুস্তাফিজ।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা মুস্তাফিজের এটি ষষ্ঠ দল। এর আগে তিনি মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন। গত আসরে সরাসরি নিলাম থেকে দল না পেলেও পরবর্তীতে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লিতে সুযোগ পেয়েছিলেন তিনি।

মুস্তাফিজুর রহমান দল পেলেও এবারের নিলাম তালিকায় নাম রয়েছে আরও ছয় বাংলাদেশি ক্রিকেটারের। তারা হলেন— তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রাকিবুল হাসান।

 

 

 


এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত