ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যুবলীগের শীর্ষস্থানীয় ২ নেতা গ্রেপ্তার



যুবলীগের শীর্ষস্থানীয় ২ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের শীর্ষস্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর থানাধীন দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো যুবলীগের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু (৫৪) এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোতালেব হোসেন মাস্টার (৪৭) কামরুল হুদা বাবুর বাড়ি সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকায় এবং মোতালেব হোসেন মাস্টারের বাড়ি বন্দর উপজেলার কাইতাখালী এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলাসংক্রান্ত মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ পরিদর্শক আব্দুল হালিম জানান, গ্রেপ্তারের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে। তারা দীর্ঘদিন পলাতক ছিল, তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না তা দেখা হচ্ছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : যুবলীগ শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


যুবলীগের শীর্ষস্থানীয় ২ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের শীর্ষস্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর থানাধীন দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো যুবলীগের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু (৫৪) এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোতালেব হোসেন মাস্টার (৪৭) কামরুল হুদা বাবুর বাড়ি সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকায় এবং মোতালেব হোসেন মাস্টারের বাড়ি বন্দর উপজেলার কাইতাখালী এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলাসংক্রান্ত মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ পরিদর্শক আব্দুল হালিম জানান, গ্রেপ্তারের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে। তারা দীর্ঘদিন পলাতক ছিল, তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না তা দেখা হচ্ছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত