ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত ২০২৪ জুলাইযোদ্ধা শফিকুল



মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত ২০২৪ জুলাইযোদ্ধা শফিকুল
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে ২০২৪ জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ শফিকুলকে জানাজা শেষে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় তার নিজ গ্রাম উপজেলার দর্শারপাড় এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

শফিক পরিবারসহ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব এলাকায় বসবাস করছিলেন। তিনি ওই এলাকার গেজেটভুক্ত জুলাইযোদ্ধা।

তিনি জেলার হালুয়াঘাটের দর্শাপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। শফিকের স্ত্রীর নাম বিউটি আক্তার। বিল্লাল নামে তার ১৪ বছরের একটি ছেলে আছে। জানাজায় উপজেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হয়।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানাজা দাফন সম্পন্নের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দেশের জন্য তার এই ত্যাগ জাতি আজীবন স্মরণ রাখবে। শফিকুল জুলাইযোদ্ধা ছিলেন। তিনি যেহেতু মারা গেছেন, শহীদ হিসেবে তাকে গেজেটভুক্ত করা হবে। সরকারি যত সুযোগ-সুবিধা আছে তার পরিবারকে দেওয়া হবে।‘

এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পায়ের ঊরুতে গুলিবিদ্ধ শফিকুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ময়মনসিংহ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা বলেন, ‘মরহুম শফিকুল ইসলাম শফিক ছিলেন জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা শহীদ পরিবারের পাশে সব সময় থাকব। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন।

উল্লেখ্য, শফিকুল ইসলাম সরকারিভাবে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা ছিলেন। তার গেজেট নম্বর ৭২২। গত বছরের আগস্ট দুপুরে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার সময় ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর-পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সরকারিভাবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হলেও শফিকুল ইসলাম দেশের বাইরে চিকিৎসা নিতে অপারগতা প্রকাশ করেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : জুলাইযোদ্ধা চিরনিদ্রা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত ২০২৪ জুলাইযোদ্ধা শফিকুল

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

ময়মনসিংহের হালুয়াঘাটে ২০২৪ জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ শফিকুলকে জানাজা শেষে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় তার নিজ গ্রাম উপজেলার দর্শারপাড় এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

শফিক পরিবারসহ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব এলাকায় বসবাস করছিলেন। তিনি ওই এলাকার গেজেটভুক্ত জুলাইযোদ্ধা।

তিনি জেলার হালুয়াঘাটের দর্শাপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। শফিকের স্ত্রীর নাম বিউটি আক্তার। বিল্লাল নামে তার ১৪ বছরের একটি ছেলে আছে। জানাজায় উপজেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হয়।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানাজা দাফন সম্পন্নের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দেশের জন্য তার এই ত্যাগ জাতি আজীবন স্মরণ রাখবে। শফিকুল জুলাইযোদ্ধা ছিলেন। তিনি যেহেতু মারা গেছেন, শহীদ হিসেবে তাকে গেজেটভুক্ত করা হবে। সরকারি যত সুযোগ-সুবিধা আছে তার পরিবারকে দেওয়া হবে।‘

এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পায়ের ঊরুতে গুলিবিদ্ধ শফিকুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ময়মনসিংহ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা বলেন, ‘মরহুম শফিকুল ইসলাম শফিক ছিলেন জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা শহীদ পরিবারের পাশে সব সময় থাকব। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন।

উল্লেখ্য, শফিকুল ইসলাম সরকারিভাবে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা ছিলেন। তার গেজেট নম্বর ৭২২। গত বছরের আগস্ট দুপুরে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার সময় ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর-পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সরকারিভাবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হলেও শফিকুল ইসলাম দেশের বাইরে চিকিৎসা নিতে অপারগতা প্রকাশ করেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত