ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভূমিকম্পের আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা



ভূমিকম্পের আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

ভূমিকম্প আতঙ্কে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রবিবার রাত ১০টার দিকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

খনি সূত্রে যায়, সম্প্রতি দেশে পরপর ভূমিকম্প অনুভূত এবং প্রাণহানির ঘটনায় খনি শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একপর্যায়ে খনি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বেলারুশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় খনি কার্যক্রম বন্ধ রাখার।

আরও জানা যায়, রবিবার সকালের শিফটে পাথর খনির শ্রমিকরা ভূ-অভ্যন্তরে কাজে নামার প্রাক্কালে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলে খনি কর্তৃপক্ষ তা দ্রুত পেট্রোবাংলাকে জানায়। পেট্রোবাংলার সিদ্ধান্ত খনিতে পৌঁছার সঙ্গে সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়।

এ ব্যাপারে পাথর খনির এমডি ডিএম জোবায়েদ হোসেনের সঙ্গে কথা হলে ভূমিকম্প আতঙ্ক ও খনি বন্ধ ঘোষণার কথা নিশ্চিত করেন।

 

এমএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ভূমিকম্প সারাদেশ পাথর খনি বন্ধ ঘোষণা আতঙ্কে

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


ভূমিকম্পের আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

ভূমিকম্প আতঙ্কে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রবিবার রাত ১০টার দিকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

খনি সূত্রে যায়, সম্প্রতি দেশে পরপর ভূমিকম্প অনুভূত এবং প্রাণহানির ঘটনায় খনি শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একপর্যায়ে খনি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বেলারুশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় খনি কার্যক্রম বন্ধ রাখার।

আরও জানা যায়, রবিবার সকালের শিফটে পাথর খনির শ্রমিকরা ভূ-অভ্যন্তরে কাজে নামার প্রাক্কালে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলে খনি কর্তৃপক্ষ তা দ্রুত পেট্রোবাংলাকে জানায়। পেট্রোবাংলার সিদ্ধান্ত খনিতে পৌঁছার সঙ্গে সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়।

এ ব্যাপারে পাথর খনির এমডি ডিএম জোবায়েদ হোসেনের সঙ্গে কথা হলে ভূমিকম্প আতঙ্ক ও খনি বন্ধ ঘোষণার কথা নিশ্চিত করেন।

 

এমএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত