ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিএনপি প্রার্থীর প্রতিশ্রুতি: বরিশাল হবে ইন্ডাস্ট্রিয়াল জোন



বিএনপি প্রার্থীর প্রতিশ্রুতি: বরিশাল হবে ইন্ডাস্ট্রিয়াল জোন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল- (বাবুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার ( ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন। 

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কালের কণ্ঠকে বলেন, অনুন্নত বাবুগঞ্জ-মুলাদীকে বরিশালের একটি আধুনিক উন্নত এলাকায় রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য। অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই, যাতে বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি হয়।

তিনি বলেন, মুলাদী-মির্জাগঞ্জ সংযোগ সেতু এবং চরকালিখান ব্রিজ জাইকার অর্থায়নে নির্মিত হলে জেলা শহরের সঙ্গে যোগাযোগ আরো সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন এবং বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে।

জয়নুল আবেদীন আরো বলেন, বাবুগঞ্জ-মুলাদীর সার্বিক উন্নয়নে আমি নিজেকে নিবেদন করতে চাই। জনগণের সহযোগিতায় অঞ্চলকে সামনে এগিয়ে নেওয়া হবে আমার অঙ্গীকার। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হয়েছে। আমরা এখন আরো সংগঠিত, আরো উদ্দীপিত। অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করব

 

এমএইছ /  ধ্রুব্কণ্ঠ

বিষয় : বিএনপি বরিশাল বরিশাল ত্রয়োদশ জয়নুল অ্যাডভোকেট জয়নুল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


বিএনপি প্রার্থীর প্রতিশ্রুতি: বরিশাল হবে ইন্ডাস্ট্রিয়াল জোন

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল- (বাবুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার ( ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন। 

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কালের কণ্ঠকে বলেন, অনুন্নত বাবুগঞ্জ-মুলাদীকে বরিশালের একটি আধুনিক উন্নত এলাকায় রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য। অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই, যাতে বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি হয়।

তিনি বলেন, মুলাদী-মির্জাগঞ্জ সংযোগ সেতু এবং চরকালিখান ব্রিজ জাইকার অর্থায়নে নির্মিত হলে জেলা শহরের সঙ্গে যোগাযোগ আরো সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন এবং বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে।

জয়নুল আবেদীন আরো বলেন, বাবুগঞ্জ-মুলাদীর সার্বিক উন্নয়নে আমি নিজেকে নিবেদন করতে চাই। জনগণের সহযোগিতায় অঞ্চলকে সামনে এগিয়ে নেওয়া হবে আমার অঙ্গীকার। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হয়েছে। আমরা এখন আরো সংগঠিত, আরো উদ্দীপিত। অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করব

 

এমএইছ /  ধ্রুব্কণ্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত