ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম-২ আসনে মশাল মিছিল



বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম-২ আসনে মশাল মিছিল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারী নেতাকর্মীরা।

আজ বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নাজিরহাট আদর্শ স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে নাজিরহাট পৌরসভা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মশাল হাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, ফটিকছড়ির আপামর জনগণের প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে বঞ্চিত করে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে। অবিলম্বে ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান তারা।

মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

প্রসঙ্গত, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরকে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি সারাদেশ মশাল মিছিল চট্টগ্রাম-২ প্রার্থী পরিবর্তন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম-২ আসনে মশাল মিছিল

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

চট্টগ্রাম ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারী নেতাকর্মীরা।

আজ বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নাজিরহাট আদর্শ স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে নাজিরহাট পৌরসভা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মশাল হাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, ফটিকছড়ির আপামর জনগণের প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে বঞ্চিত করে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে। অবিলম্বে ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান তারা।

মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

প্রসঙ্গত, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরকে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত