ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাড়ি ফিরতে চেয়েও বাড়ি ফেরা হলো না খালা-ভাগ্নের



বাড়ি ফিরতে চেয়েও বাড়ি ফেরা হলো না খালা-ভাগ্নের
ছবি : সংগৃহীত

দাওয়াতের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে খালা ও ভাগ্নে প্রাণ হারিয়েছেন।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে পাবনা ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ মোড় সংলগ্ন ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের হাজীরমোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫) ও শহরের সাঁড়া ঝাঁউদিয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে শাকিব হোসেন (২২)। নিহতরা সম্পর্কে খালা ও ভাগ্নে। চালক সিএনজিসহ পালিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহত শিরিনার ছেলে প্রান্তর জানান, নাটোরের লালপুর থেকে দাওয়াত খাওয়া শেষে তার মা খালাতো ভাইয়ের মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে ঈশ্বরদী থেকে লালপুর দিকে যাওয়া একটি দ্রুতগতির সিএনজিটি মোটরসাইকেলটিকে মুখোমুখিভাবে আঘাত করে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার শাকিল জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন।

পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়। 

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, নিহতদের স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক সিএনজিসহ চালক পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 


এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : সংঘর্ষ দুর্ঘটনা পাবনা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


বাড়ি ফিরতে চেয়েও বাড়ি ফেরা হলো না খালা-ভাগ্নের

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

দাওয়াতের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে খালা ও ভাগ্নে প্রাণ হারিয়েছেন।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে পাবনা ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ মোড় সংলগ্ন ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের হাজীরমোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫) ও শহরের সাঁড়া ঝাঁউদিয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে শাকিব হোসেন (২২)। নিহতরা সম্পর্কে খালা ও ভাগ্নে। চালক সিএনজিসহ পালিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহত শিরিনার ছেলে প্রান্তর জানান, নাটোরের লালপুর থেকে দাওয়াত খাওয়া শেষে তার মা খালাতো ভাইয়ের মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে ঈশ্বরদী থেকে লালপুর দিকে যাওয়া একটি দ্রুতগতির সিএনজিটি মোটরসাইকেলটিকে মুখোমুখিভাবে আঘাত করে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার শাকিল জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন।

পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়। 

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, নিহতদের স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক সিএনজিসহ চালক পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 


এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত