বাগেরহাটের ফকিরহাটে শুকুরণ বেগম
(৩২)
নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাটাখালী বাস স্ট্যান্ড এলাকার একটি বাগানে গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি উপজেলার লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী।
ফকিরহাট থানার এসআই শিবলী নোমান ও স্থানীয়রা জানান,
আজ শনিবার
(১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে স্থানীয়রা কাটাখালী বাস স্ট্যান্ড এলাকার একটি বাগানে জামরুল গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শুকুরণের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে।
ফকিরহাট
মডেল
থানার
ওসি
(তদন্ত)
মো.
আলমগীর
হোসেন
বলেন,
‘শুকুরণ
বেগমের
মরদেহ
উদ্ধার
করে
ময়নাতদন্তের
জন্য
বাগেরহাট
সদর
হাসপালের
মর্গে
পাঠানো
হয়েছে।
ময়নাতদন্ত
প্রতিবেদন
পেলে
মৃত্যুর
প্রকৃত
রহস্য
উদঘাটন
করা
সম্ভব
হবে।’
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : উদ্ধার ফকিরহাট ঝুলন্ত মরদেহ
.png)
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
বাগেরহাটের ফকিরহাটে শুকুরণ বেগম
(৩২)
নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাটাখালী বাস স্ট্যান্ড এলাকার একটি বাগানে গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি উপজেলার লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী।
ফকিরহাট থানার এসআই শিবলী নোমান ও স্থানীয়রা জানান,
আজ শনিবার
(১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে স্থানীয়রা কাটাখালী বাস স্ট্যান্ড এলাকার একটি বাগানে জামরুল গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শুকুরণের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে।
ফকিরহাট
মডেল
থানার
ওসি
(তদন্ত)
মো.
আলমগীর
হোসেন
বলেন,
‘শুকুরণ
বেগমের
মরদেহ
উদ্ধার
করে
ময়নাতদন্তের
জন্য
বাগেরহাট
সদর
হাসপালের
মর্গে
পাঠানো
হয়েছে।
ময়নাতদন্ত
প্রতিবেদন
পেলে
মৃত্যুর
প্রকৃত
রহস্য
উদঘাটন
করা
সম্ভব
হবে।’
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন