ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পরিবর্তনের প্রত্যাশায় জনগণ নির্বাচনমুখী : আমানউল্লাহ আমান



পরিবর্তনের প্রত্যাশায় জনগণ নির্বাচনমুখী : আমানউল্লাহ আমান
ছবি: সংগৃহীত

জনগণ পরিবর্তনের প্রত্যাশায় নির্বাচনের জন্য প্রস্তুত। দেশের মানুষ নিজের ভোটাধিকার ব্যবহার করে পরিবর্তনের স্বপ্ন পূরণ করতে চাচ্ছে। তারা একটি সুষ্ঠু, মুক্ত ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়তে চাইছে বলে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান।

আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের হিজলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

আমানউল্লাহ আমান বলেন, ‘সর্বদলীয় ছাত্র ঐক্য দেশব্যাপী দুর্বার আন্দোলন ও গণপ্রতিরোধ সৃষ্টির মাধ্যমে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়েছিল। ২২টি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ক্ষমতার জন্য লোভ দেখাননি, কেউ উপদেষ্টা হওয়ার আকাঙ্ক্ষাও দেখাননি। তাদের একমাত্র লক্ষ্য ছিল স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার।’

তিনি আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর কোনো বিকল্প নেই। নির্বাচন না হলে দেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে, যার মাধ্যমে এক কোটি বেকার যুবকের জন্য চাকরি ও আয়ের সুযোগ সৃষ্টি হবে।’

আমানউল্লাহ আরও  বলেন, ‘বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীল, সহনশীল ও গণতান্ত্রিক দেশ চায়। আমরা সবাই মিলে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : পরিবর্তন আমানউল্লাহ আমান জনগণ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


পরিবর্তনের প্রত্যাশায় জনগণ নির্বাচনমুখী : আমানউল্লাহ আমান

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

জনগণ পরিবর্তনের প্রত্যাশায় নির্বাচনের জন্য প্রস্তুত। দেশের মানুষ নিজের ভোটাধিকার ব্যবহার করে পরিবর্তনের স্বপ্ন পূরণ করতে চাচ্ছে। তারা একটি সুষ্ঠু, মুক্ত ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়তে চাইছে বলে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান।

আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের হিজলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

আমানউল্লাহ আমান বলেন, ‘সর্বদলীয় ছাত্র ঐক্য দেশব্যাপী দুর্বার আন্দোলন ও গণপ্রতিরোধ সৃষ্টির মাধ্যমে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়েছিল। ২২টি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ক্ষমতার জন্য লোভ দেখাননি, কেউ উপদেষ্টা হওয়ার আকাঙ্ক্ষাও দেখাননি। তাদের একমাত্র লক্ষ্য ছিল স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার।’

তিনি আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর কোনো বিকল্প নেই। নির্বাচন না হলে দেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে, যার মাধ্যমে এক কোটি বেকার যুবকের জন্য চাকরি ও আয়ের সুযোগ সৃষ্টি হবে।’

আমানউল্লাহ আরও  বলেন, ‘বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীল, সহনশীল ও গণতান্ত্রিক দেশ চায়। আমরা সবাই মিলে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত