ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নারায়ণগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার



নারায়ণগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তাওহীদ নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ( জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ এলাকার একটি বালুর মাঠের পরিত্যক্ত ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাওহীদ ওই এলাকার মামুন মিয়ার ছেলে।

পরিবার স্থানীয় সূত্র জানায়, বেকারত্বের কারণে তিনি কিছু দিন ধরে এলাকার মাদকাসক্ত যুবকদের সঙ্গে মিশে পড়েন এবং মাদক সেবনে জড়িয়ে যান। নিয়ে বিভিন্ন সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তার সঙ্গে বিরোধও তৈরি হয়।

নিহতের বাবা মামুন মিয়া বলেন, দুই দিন আগে বকেয়া টাকা নিয়ে একটি মুদি দোকানে তাওহীদের সঙ্গে দোকানদার মোহাম্মদের ঝগড়া হয়। ওই ঘটনার পর মোহাম্মদ তাকে মোবাইলে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, দোকানদার মোহাম্মদ তার ভাই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। বন্দর থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

 

 

এমএইছ / ধ্রুবকণ্ঠ

বিষয় : নারায়ণগঞ্জ লাশ উদ্ধার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


নারায়ণগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তাওহীদ নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ( জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ এলাকার একটি বালুর মাঠের পরিত্যক্ত ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাওহীদ ওই এলাকার মামুন মিয়ার ছেলে।

পরিবার স্থানীয় সূত্র জানায়, বেকারত্বের কারণে তিনি কিছু দিন ধরে এলাকার মাদকাসক্ত যুবকদের সঙ্গে মিশে পড়েন এবং মাদক সেবনে জড়িয়ে যান। নিয়ে বিভিন্ন সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তার সঙ্গে বিরোধও তৈরি হয়।

নিহতের বাবা মামুন মিয়া বলেন, দুই দিন আগে বকেয়া টাকা নিয়ে একটি মুদি দোকানে তাওহীদের সঙ্গে দোকানদার মোহাম্মদের ঝগড়া হয়। ওই ঘটনার পর মোহাম্মদ তাকে মোবাইলে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, দোকানদার মোহাম্মদ তার ভাই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। বন্দর থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

 

 

এমএইছ / ধ্রুবকণ্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত