ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ধামরাইয়ে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু



ধামরাইয়ে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

রাজধানীর ধামরাইয়ে নির্মীয়মান ১০ তলা সরকারি বিদ্যালয় ভবন থেকে পড়ে মো. শামীম হোসেন (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ঢুলিভিটা আমিন মডেল টাউন আবাসিক এলাকায় নির্মীয়মাণ ১০ তলা ভবনের ৯ তলা থেকে পড়ে যান ওই শ্রমিক।

শামীম টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার গালুটিয়া গ্রামের মো. মনির মণ্ডলের ছেলে। তিনি ভবনের ৯ তলায় বাঁশের তৈরি মাচার ওপর দাঁড়িয়ে টাইলসের কাজ করছিলেন। ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে নুরানী কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

শামীমের সহকর্মী জাহিদ হোসেন জানান, সকাল থেকেই শামীম ৯ তলায় কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বাঁশের মাঁচাটি ভেঙে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। আমি নিজেও অন্য একটি বাঁশ ধরে বেঁচে যাই।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নুরানী কনস্ট্রাকশন লিমিটেডের প্রকৌশলী মো. আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে শুনেছেন ৯ তলা থেকে পড়ে শামীম নামের এক শ্রমিক মারা গেছেন।

ধামরাই থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. ফারুখ হোসাইন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 


এমএইছ/ধ্রুবকন্ঠ 

বিষয় : ধামরাই শ্রমিকদুর্ঘটনা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


ধামরাইয়ে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানীর ধামরাইয়ে নির্মীয়মান ১০ তলা সরকারি বিদ্যালয় ভবন থেকে পড়ে মো. শামীম হোসেন (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ঢুলিভিটা আমিন মডেল টাউন আবাসিক এলাকায় নির্মীয়মাণ ১০ তলা ভবনের ৯ তলা থেকে পড়ে যান ওই শ্রমিক।

শামীম টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার গালুটিয়া গ্রামের মো. মনির মণ্ডলের ছেলে। তিনি ভবনের ৯ তলায় বাঁশের তৈরি মাচার ওপর দাঁড়িয়ে টাইলসের কাজ করছিলেন। ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে নুরানী কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

শামীমের সহকর্মী জাহিদ হোসেন জানান, সকাল থেকেই শামীম ৯ তলায় কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বাঁশের মাঁচাটি ভেঙে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। আমি নিজেও অন্য একটি বাঁশ ধরে বেঁচে যাই।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নুরানী কনস্ট্রাকশন লিমিটেডের প্রকৌশলী মো. আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে শুনেছেন ৯ তলা থেকে পড়ে শামীম নামের এক শ্রমিক মারা গেছেন।

ধামরাই থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. ফারুখ হোসাইন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 


এমএইছ/ধ্রুবকন্ঠ 


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত