ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের শোক ও শ্রদ্ধা


প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের শোক ও শ্রদ্ধা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬.০০ টায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।


স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ বিরোধী আপোসহীন লড়াইয়ের অনুপ্রেরণার উজ্জ্বল, দেশ ও জাতির উন্নয়নে অবিচল থেকে গণতন্ত্রের জননী হিসেবে আখ্যায়িত হয়েছেন দেশমাতা বেগম খালেদা জিয়া। শত নির্যাতন, পরিত্যক্ত কারাগারে বন্দি জীবন যাপন ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েও তিনি কোনদিন দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি। দলের নেত্রী থেকে দেশের নেত্রী হয়ে উঠা সেই মহান দেশপ্রেমিক নেত্রীর মৃত্যুতে পুরো দেশ আজ স্তব্ধ ও শোকাহত।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন আজ এক শোকবার্তায় বলেছেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র আমাদের দলের অভিভাবক নয়, তিনি গণতন্ত্রকামী সকল দল ও মতের অভিভাবক হিসেবে সমাদৃত। তাঁর স্নেহতলে বেড়ে উঠা জাতীয়তাবাদী ছাত্রদল আজ খুবই শোকাবিভূত। তিনি আজীবন গণতন্ত্র ও আপোসহীন নেতৃত্বের অনুপ্রেরণা হয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।


আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের শোক ও শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬.০০ টায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।


স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ বিরোধী আপোসহীন লড়াইয়ের অনুপ্রেরণার উজ্জ্বল, দেশ ও জাতির উন্নয়নে অবিচল থেকে গণতন্ত্রের জননী হিসেবে আখ্যায়িত হয়েছেন দেশমাতা বেগম খালেদা জিয়া। শত নির্যাতন, পরিত্যক্ত কারাগারে বন্দি জীবন যাপন ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েও তিনি কোনদিন দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি। দলের নেত্রী থেকে দেশের নেত্রী হয়ে উঠা সেই মহান দেশপ্রেমিক নেত্রীর মৃত্যুতে পুরো দেশ আজ স্তব্ধ ও শোকাহত।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন আজ এক শোকবার্তায় বলেছেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র আমাদের দলের অভিভাবক নয়, তিনি গণতন্ত্রকামী সকল দল ও মতের অভিভাবক হিসেবে সমাদৃত। তাঁর স্নেহতলে বেড়ে উঠা জাতীয়তাবাদী ছাত্রদল আজ খুবই শোকাবিভূত। তিনি আজীবন গণতন্ত্র ও আপোসহীন নেতৃত্বের অনুপ্রেরণা হয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।



ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত