ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টিকিটবিহীন যাত্রী থেকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায়



টিকিটবিহীন যাত্রী থেকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায়
ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে দুই দিনে দেশের বিভিন্ন রুটে বিশেষ অভিযান চালিয়ে টিকিটবিহীন ৫ হাজারের বেশি যাত্রীকে শনাক্ত করেছে। পূর্ব ও পশ্চিমাঞ্চলে সমন্বিত এই অভিযানে শতাধিক টিটিই অংশ নেন। অভিযানে যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ কয়েক লাখ টাকা আদায় করা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে প্রকাশ করা এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

ফেসবুকে ইস্টজোনের হিসাব দিয়ে বলা হয়, গতকাল রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৩ জনকে।  তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।এর আগের দিন পশ্চিমাঞ্চলের হিসেবে বলা হয়, ৬ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ে পরিচালিত অভিযানে মোট ৯৯ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৩ হাজার ২৬১ জন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ডিসেম্বরে বাংলাদেশ রেলওয়ে

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


টিকিটবিহীন যাত্রী থেকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায়

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ রেলওয়ে দুই দিনে দেশের বিভিন্ন রুটে বিশেষ অভিযান চালিয়ে টিকিটবিহীন ৫ হাজারের বেশি যাত্রীকে শনাক্ত করেছে। পূর্ব ও পশ্চিমাঞ্চলে সমন্বিত এই অভিযানে শতাধিক টিটিই অংশ নেন। অভিযানে যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ কয়েক লাখ টাকা আদায় করা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে প্রকাশ করা এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

ফেসবুকে ইস্টজোনের হিসাব দিয়ে বলা হয়, গতকাল রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৩ জনকে।  তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।এর আগের দিন পশ্চিমাঞ্চলের হিসেবে বলা হয়, ৬ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ে পরিচালিত অভিযানে মোট ৯৯ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৩ হাজার ২৬১ জন।

এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত