ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ছুটির ভাতার দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন, বন্ধ হলো কারখানা



ছুটির ভাতার দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন, বন্ধ হলো কারখানা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বার্ষিক ছুটির ভাতা দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থিত আহসান অ্যাপারেলস কারখানায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরেই তারা বার্ষিক ছুটির ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। এই বিষয়ে চলতি মাসের ১০ তারিখের মধ্যে ভাতা পরিশোধের সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা আন্দোলনে নামেন।

শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ কারখানার ভেতরে কর্মপরিবেশ অনুপযুক্ত উল্লেখ করে নোটিশ টানিয়ে দেয়। নোটিশে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ () ধারা অনুযায়ী মঙ্গলবার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ--এর নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা জানান, বার্ষিক ছুটির ভাতার দাবিতে আহসান অ্যাপারেলসের শ্রমিকরা আন্দোলন করছিলেন।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি শান্ত রাখতে নজরদারি জোরদার করা হয়।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নারায়ণগঞ্জ কারখানা ছুটির ভাতা শ্রমিক আন্দোলন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


ছুটির ভাতার দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন, বন্ধ হলো কারখানা

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বার্ষিক ছুটির ভাতা দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থিত আহসান অ্যাপারেলস কারখানায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরেই তারা বার্ষিক ছুটির ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। এই বিষয়ে চলতি মাসের ১০ তারিখের মধ্যে ভাতা পরিশোধের সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা আন্দোলনে নামেন।

শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ কারখানার ভেতরে কর্মপরিবেশ অনুপযুক্ত উল্লেখ করে নোটিশ টানিয়ে দেয়। নোটিশে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ () ধারা অনুযায়ী মঙ্গলবার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ--এর নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা জানান, বার্ষিক ছুটির ভাতার দাবিতে আহসান অ্যাপারেলসের শ্রমিকরা আন্দোলন করছিলেন।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি শান্ত রাখতে নজরদারি জোরদার করা হয়।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত