ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল



চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে এ দোয়া মাহফিল হয়। এতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার ভূমিকার প্রতি সম্মান জানিয়ে তাঁর দ্রুত রোগমুক্তি কামনায় চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

বিকেল তিনটা থেকেই বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ টাউন মাঠে সমবেত হতে থাকেন। আলেম ও হাফেজদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আসরের নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অনেকে চোখের পানি ফেলে বেগম জিয়ার সুস্থতা কামনা করেন। মোনাজাত শেষে একই স্থানে মাগরিবের নামাজ আদায় করা হয়।

দোয়া মাহফিলে সিঙ্গাপুরস্থ বিজনেস অব চেম্বারের প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, জেলা প্রেসক্লাব সভাপতি মানিক আকবর, দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক, সদস্য সচিব সুমন পারভেজ খানসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : খালেদা জিয়া সুস্থতা দোয়া মাহফিল চুয়াডাঙ্গা সুস্থতা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে এ দোয়া মাহফিল হয়। এতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার ভূমিকার প্রতি সম্মান জানিয়ে তাঁর দ্রুত রোগমুক্তি কামনায় চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

বিকেল তিনটা থেকেই বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ টাউন মাঠে সমবেত হতে থাকেন। আলেম ও হাফেজদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আসরের নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অনেকে চোখের পানি ফেলে বেগম জিয়ার সুস্থতা কামনা করেন। মোনাজাত শেষে একই স্থানে মাগরিবের নামাজ আদায় করা হয়।

দোয়া মাহফিলে সিঙ্গাপুরস্থ বিজনেস অব চেম্বারের প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, জেলা প্রেসক্লাব সভাপতি মানিক আকবর, দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক, সদস্য সচিব সুমন পারভেজ খানসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত