খুলনা মহানগরীর লবণচরা
এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু (২৬) নামের এক যুবক আহত হয়েছেন।
আজ শুক্রবার (২১
নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় আজাদ মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এ
হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের
থেকে জানা যায়, হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত রাজুকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ছয়
রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত খুলনা
মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে
তিনি চিকিৎসাধীন।
স্থানীয়রা
বলছেন, দিনের পর দিন এলাকায় অপরাধ বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা
দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার
হুসাইন মাসুম।
তিনি বলেন, খবর পাওয়ার
সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা
প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।
পুলিশ
জানিয়েছে, হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেও তথ্য যাচাই করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ধ্রুবকন্ঠ/এনএম
.png)
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫
খুলনা মহানগরীর লবণচরা
এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু (২৬) নামের এক যুবক আহত হয়েছেন।
আজ শুক্রবার (২১
নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় আজাদ মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এ
হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের
থেকে জানা যায়, হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত রাজুকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ছয়
রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত খুলনা
মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে
তিনি চিকিৎসাধীন।
স্থানীয়রা
বলছেন, দিনের পর দিন এলাকায় অপরাধ বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা
দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার
হুসাইন মাসুম।
তিনি বলেন, খবর পাওয়ার
সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা
প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।
পুলিশ
জানিয়েছে, হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেও তথ্য যাচাই করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ধ্রুবকন্ঠ/এনএম
.png)
আপনার মতামত লিখুন