ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার পরের পরিস্থিতিতে
নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারায় রয়েছে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসা ও কার্যালয়।
গত বৃহস্পতিবার
(১৮ ডিসেম্বর) বিকেলে খুলনা নগরীর শামসুর রহমান রোডে অবস্থিত কার্যালয় অভিমুখে আধিপত্যবাদবিরোধী ঐক্যজোটের লং মার্চ ঘিরে উদ্ভূত পরিস্থিতির পর থেকেই এ পাহারা চলমান রয়েছে। সেই সঙ্গে হাদির মৃত্যুর খবরের পর বৃহস্পতিবার রাত থেকে কার্যালয়ের পাশাপাশি নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী হাইকমিশনারের বাসভবনেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারা জোরদার করা হয়।
বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর শিববাড়ী মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-জনতা।
এ সময় কয়েক ঘণ্টার জন্য ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ জন্য সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের অফিস ও বাসা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় ছিল।
এদিকে, শুক্রবার দুপুরে নগরীর শিববাড়ী মোড়ে খুলনার বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়,
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা খান বাহাদুর আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়
ও শিক্ষাপ্রতিষ্ঠানেও শরীফ ওসমান হাদির জন্য দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।
বিষয় : খুলনা শরিফ ওসমান বিন হাদি
.png)
রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার পরের পরিস্থিতিতে
নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারায় রয়েছে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসা ও কার্যালয়।
গত বৃহস্পতিবার
(১৮ ডিসেম্বর) বিকেলে খুলনা নগরীর শামসুর রহমান রোডে অবস্থিত কার্যালয় অভিমুখে আধিপত্যবাদবিরোধী ঐক্যজোটের লং মার্চ ঘিরে উদ্ভূত পরিস্থিতির পর থেকেই এ পাহারা চলমান রয়েছে। সেই সঙ্গে হাদির মৃত্যুর খবরের পর বৃহস্পতিবার রাত থেকে কার্যালয়ের পাশাপাশি নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী হাইকমিশনারের বাসভবনেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারা জোরদার করা হয়।
বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর শিববাড়ী মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-জনতা।
এ সময় কয়েক ঘণ্টার জন্য ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ জন্য সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের অফিস ও বাসা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় ছিল।
এদিকে, শুক্রবার দুপুরে নগরীর শিববাড়ী মোড়ে খুলনার বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়,
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা খান বাহাদুর আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়
ও শিক্ষাপ্রতিষ্ঠানেও শরীফ ওসমান হাদির জন্য দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।
.png)
আপনার মতামত লিখুন