ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কোনো নারী অন্যায়ভাবে নির্যাতনের শিকার হলে আমরা তাদের পাশে দাঁড়াব : বাবুল



কোনো নারী অন্যায়ভাবে নির্যাতনের শিকার হলে আমরা তাদের পাশে দাঁড়াব : বাবুল
ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘কোনো নারী যদি কোথাও অন্যায়ভাবে নির্যাতনের শিকার হন তাহলে আমরা তার পাশে গিয়ে দাঁড়াব। বিপদে-আপদে আমি আপনাদের ভাই হিসেবে থাকব, অভিভাবক হিসেবে থাকব। আইনি সাহায্যের জন্য থাকব। আমরা জানি, এ দেশের নারীরা কত উপেক্ষিত, কত নির্যাতিত। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ শনিবার (২২ নভেম্বর) ভাঙ্গা পৌর সদরের খন্দকার টাওয়ারে সকাল ১০টার দিকে এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তানদের ওপর অনেক অত্যাচার হয়েছে, তার পরও তিনি দেশ ছেড়ে যাননি। অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি বলেছেন বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে আমি আমার সন্তানদের খুঁজে নেব।

যারা অন্যায় করেছে তারা আজ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তাদের সরকারের এমপি, মন্ত্রী, বায়তুল মোকাররমের ইমামসহ সবাই দেশ ছেড়ে পালিয়েছে।’

 

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, নার্গিস আক্তার, নাসরিন আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে শহিদুল ইসলাম বাবুলকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নারী কর্মীরা অংশগ্রহণ করেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ 

বিষয় : সারাদেশ বাবুল অন্যায়ভাবে নির্যাতনের নারী ফরিদপুর

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


কোনো নারী অন্যায়ভাবে নির্যাতনের শিকার হলে আমরা তাদের পাশে দাঁড়াব : বাবুল

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

featured Image

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘কোনো নারী যদি কোথাও অন্যায়ভাবে নির্যাতনের শিকার হন তাহলে আমরা তার পাশে গিয়ে দাঁড়াব। বিপদে-আপদে আমি আপনাদের ভাই হিসেবে থাকব, অভিভাবক হিসেবে থাকব। আইনি সাহায্যের জন্য থাকব। আমরা জানি, এ দেশের নারীরা কত উপেক্ষিত, কত নির্যাতিত। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ শনিবার (২২ নভেম্বর) ভাঙ্গা পৌর সদরের খন্দকার টাওয়ারে সকাল ১০টার দিকে এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তানদের ওপর অনেক অত্যাচার হয়েছে, তার পরও তিনি দেশ ছেড়ে যাননি। অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি বলেছেন বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে আমি আমার সন্তানদের খুঁজে নেব।

যারা অন্যায় করেছে তারা আজ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তাদের সরকারের এমপি, মন্ত্রী, বায়তুল মোকাররমের ইমামসহ সবাই দেশ ছেড়ে পালিয়েছে।’

 

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, নার্গিস আক্তার, নাসরিন আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে শহিদুল ইসলাম বাবুলকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নারী কর্মীরা অংশগ্রহণ করেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ 


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত