ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কালীগঞ্জে গলা কেটে গৃহবধূকে হত্যার চেষ্টা স্বামীর



কালীগঞ্জে গলা কেটে গৃহবধূকে হত্যার চেষ্টা স্বামীর
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে হালিমা খাতুন ওরফে কুলসুম বেগম (৩২) নামে গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে তার মাদকাসক্ত স্বামী। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়ায় এ ঘটনাটি ঘটে।

মাদকাসক্ত ওই স্বামীর নাম হানিফ আলী। হালিমার রয়েছে দুই মেয়ে। হালিমা আড়পাড়ার একটি ভাড়া বাসায় দুই মেয়ের সাথে থাকতো।

স্থানীয়রা বলছেন, নেশাগ্রস্ত হওয়ায় গত দুই সপ্তাহ আগে হানিফ আলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় হালিমা খাতুন ওরফে কুলসুমের। কুলসুম পরের বাড়িতে কাজ করে। সেখান থেকে যা আয় করে সেটি দিয়েই সংসার চালায়। নেশার টাকা না পেয়ে প্রায়ই কুলসুমকে মারধর করে আসছিল তার স্বামী। উপায় না পেয়ে স্বামী হানিফ আলীকে ডিভোর্স দেয় স্ত্রী কুলসুম। দুই মেয়েকে নিয়ে আড়পাড়ার নদীপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করে আসছিলেন কুলসুম। গেল দুই সপ্তাহ আগেও তাকে মারধর করে। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আজ মঙ্গলবার দুপুরে একইভাবে তার বাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে দেয়। ওই সময় প্রতিবেশীরা টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করে এবং মাদকাসক্ত স্বামীকে আটক করে পুলিশে তুলে দেয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খালিদ হাসান জানান, হালিমার গলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চিকিৎসার পর্যাপ্ত সাপোর্ট এখানে না থাকায় যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মাদকাসক্ত হানিফকে আটক করা হয়েছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ 

বিষয় : গৃহবধূ স্বামী কালীগঞ্জ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


কালীগঞ্জে গলা কেটে গৃহবধূকে হত্যার চেষ্টা স্বামীর

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

ঝিনাইদহের কালীগঞ্জে হালিমা খাতুন ওরফে কুলসুম বেগম (৩২) নামে গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে তার মাদকাসক্ত স্বামী। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়ায় এ ঘটনাটি ঘটে।

মাদকাসক্ত ওই স্বামীর নাম হানিফ আলী। হালিমার রয়েছে দুই মেয়ে। হালিমা আড়পাড়ার একটি ভাড়া বাসায় দুই মেয়ের সাথে থাকতো।

স্থানীয়রা বলছেন, নেশাগ্রস্ত হওয়ায় গত দুই সপ্তাহ আগে হানিফ আলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় হালিমা খাতুন ওরফে কুলসুমের। কুলসুম পরের বাড়িতে কাজ করে। সেখান থেকে যা আয় করে সেটি দিয়েই সংসার চালায়। নেশার টাকা না পেয়ে প্রায়ই কুলসুমকে মারধর করে আসছিল তার স্বামী। উপায় না পেয়ে স্বামী হানিফ আলীকে ডিভোর্স দেয় স্ত্রী কুলসুম। দুই মেয়েকে নিয়ে আড়পাড়ার নদীপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করে আসছিলেন কুলসুম। গেল দুই সপ্তাহ আগেও তাকে মারধর করে। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আজ মঙ্গলবার দুপুরে একইভাবে তার বাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে দেয়। ওই সময় প্রতিবেশীরা টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করে এবং মাদকাসক্ত স্বামীকে আটক করে পুলিশে তুলে দেয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খালিদ হাসান জানান, হালিমার গলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চিকিৎসার পর্যাপ্ত সাপোর্ট এখানে না থাকায় যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মাদকাসক্ত হানিফকে আটক করা হয়েছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ 


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত