ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আগুন লেগে দোকানসহ পুড়ে গফুর আলী নিহত



আগুন লেগে দোকানসহ পুড়ে গফুর আলী নিহত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি দোকানে আগুন লেগে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে নিহত হারিয়েছেন। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। 

হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরেই আটকা পড়েন গফুর আলী। পরে আগুনের তাপে ও ধোঁয়ায় দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার দত্তগ্রামের মৃত হাবিবুর রহমান ছেলে।

 

স্থানীয় বাজার কমিটির সভাপতি ফজলু তালুকদার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ গফুরের তেলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আমরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে গফুরের দোকানের পাশের আরো দুইটি দোকানে পুড়ে গেছে। তিনটি দোকানে মিলিয়ে মোট ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।

দোকান মালিক গফুর ভেতরে আটকে পড়ায় দগ্ধ হয়ে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে।

 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সারাদেশ আগুন নিহত দোকান

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


আগুন লেগে দোকানসহ পুড়ে গফুর আলী নিহত

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

টাঙ্গাইল কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি দোকানে আগুন লেগে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে নিহত হারিয়েছেন। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। 

হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরেই আটকা পড়েন গফুর আলী। পরে আগুনের তাপে ও ধোঁয়ায় দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার দত্তগ্রামের মৃত হাবিবুর রহমান ছেলে।

 

স্থানীয় বাজার কমিটির সভাপতি ফজলু তালুকদার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ গফুরের তেলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আমরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে গফুরের দোকানের পাশের আরো দুইটি দোকানে পুড়ে গেছে। তিনটি দোকানে মিলিয়ে মোট ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।

দোকান মালিক গফুর ভেতরে আটকে পড়ায় দগ্ধ হয়ে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে।

 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত