ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আক্কেলপুরে এনজিও ঋণের চাপে ভাজা বিক্রেতার আত্মহত্যা



আক্কেলপুরে এনজিও ঋণের চাপে ভাজা বিক্রেতার আত্মহত্যা
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিভিন্ন এনজিওর ঋণের চাপে আর্থিক অনটনে ভুগে আবু হাসান বাবু (৪৮) নামে এক ভাজা বিক্রেতা আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

আজ মঙ্গলবার (০৬ জানুয়ারী) সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে নিজ বাড়ির সামনের একটি ফলজ গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু হাসান বাবু ওই গ্রামের আইন উদ্দীন মন্ডলের ছেলে।  তিনি তিলকপুর পূর্ব বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ভাজা বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে আবু হাসান বাবু নিজ ঘরের ভেতরে ছিলেন। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে বিছানায় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী রেহেনা বেগম। একপর্যায়ে বাড়ির সামনের একটি ফলজ (জাম) গাছে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী প্রায় পাঁচটি এনজিও থেকে আমার নামে ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় গতকাল এনজিওর লোকজন দুইবার আমাদের বাড়িতে আসে। এতে আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এনজিওর চাপেই তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : আক্কেলপুর ঋণ আত্মহত্যা এনজিও

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


আক্কেলপুরে এনজিও ঋণের চাপে ভাজা বিক্রেতার আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিভিন্ন এনজিওর ঋণের চাপে আর্থিক অনটনে ভুগে আবু হাসান বাবু (৪৮) নামে এক ভাজা বিক্রেতা আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

আজ মঙ্গলবার (০৬ জানুয়ারী) সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে নিজ বাড়ির সামনের একটি ফলজ গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু হাসান বাবু ওই গ্রামের আইন উদ্দীন মন্ডলের ছেলে।  তিনি তিলকপুর পূর্ব বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ভাজা বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে আবু হাসান বাবু নিজ ঘরের ভেতরে ছিলেন। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে বিছানায় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী রেহেনা বেগম। একপর্যায়ে বাড়ির সামনের একটি ফলজ (জাম) গাছে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী প্রায় পাঁচটি এনজিও থেকে আমার নামে ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় গতকাল এনজিওর লোকজন দুইবার আমাদের বাড়িতে আসে। এতে আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এনজিওর চাপেই তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত