আজ শনিবার (১০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে মুকসুদপুর সদরের সরকারি টিএন্ডটি অফিসের সামনে সুনিল সাহার পাট গুদামে আগুন লাগে। এতে ব্যবসায়ী নির্মল সাহা ও ইকরাম মিয়ার গুদানও ক্ষতিগ্রস্ত হয়। দোকান মালিকরা প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসান জানান, খবর পেয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। মুকসুদপুর ইউনিট ও কাশিয়ানি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সকাল ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শেষে তা বিস্তারিত জানানো হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুনিল সাহা বলেন, ‘তিনি রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। কী কারণে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না। তার গুদামে ১৮’শ মণ পাট পুড়ে গেছে, নির্মল সাহার ৩শ মণ ও ইকরাম মিয়ারের ৫শ মণ পাট ধ্বংস হয়েছে।‘
এ ঘটনায় তারা
ব্যবসায়িকভাবে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : বাসে অগ্নিকাণ্ড ব্যবসায়ী সর্বস্বান্ত
.png)
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
আজ শনিবার (১০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে মুকসুদপুর সদরের সরকারি টিএন্ডটি অফিসের সামনে সুনিল সাহার পাট গুদামে আগুন লাগে। এতে ব্যবসায়ী নির্মল সাহা ও ইকরাম মিয়ার গুদানও ক্ষতিগ্রস্ত হয়। দোকান মালিকরা প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসান জানান, খবর পেয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। মুকসুদপুর ইউনিট ও কাশিয়ানি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সকাল ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শেষে তা বিস্তারিত জানানো হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুনিল সাহা বলেন, ‘তিনি রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। কী কারণে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না। তার গুদামে ১৮’শ মণ পাট পুড়ে গেছে, নির্মল সাহার ৩শ মণ ও ইকরাম মিয়ারের ৫শ মণ পাট ধ্বংস হয়েছে।‘
এ ঘটনায় তারা
ব্যবসায়িকভাবে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন