ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঢাবি শিক্ষার্থী আবু তালহা: উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ৪০ লক্ষ টাকা



জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঢাবি শিক্ষার্থী আবু তালহা: উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ৪০ লক্ষ টাকা


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): জীবনের এই স্বপ্নীল সময়ে ঢাবি শিক্ষার্থী আবু তালহা (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এখন জটিল হৃদরোগে (Tachycardiomyopathy) আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ইংরেজি ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস (ESOL) বিভাগের নবম ব্যাচের এবং স্যার এ. এফ. রহমান হলের এই আবাসিক ছাত্রকে বাঁচাতে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা করানো জরুরি, যার জন্য প্রয়োজন প্রায় ৪০ লক্ষ টাকা।

হঠাৎ জটিল হৃদরোগে আক্রান্ত প্রাণবন্ত তরুণ

হাসিখুশি, প্রাণবন্ত এবং ভ্রমণপিপাসু হিসেবে ক্যাম্পাসে সুপরিচিত ছিলেন আবু তালহা। তাঁর বন্ধু-সহপাঠীরা জানান, পাহাড়, ঝিরি, বা সবুজ প্রকৃতি— সবখানেই বন্ধুদের নিয়ে ছুটে যাওয়াই ছিল তাঁর নেশা। চন্দ্রনাথ পাহাড় থেকে রাতারগুল সোয়াম্প ফরেস্ট পর্যন্ত প্রকৃতির ভালোবাসাই ছিল তাঁর জীবনের শক্তি। কিন্তু হঠাৎ করেই এই তরুণ আক্রান্ত হন বিরল ও জটিল হৃদরোগে।

দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চললেও তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তালহার বেঁচে থাকার একমাত্র উপায় হলো বিদেশে উন্নত এবং বিশেষ চিকিৎসা গ্রহণ করা।

সহপাঠীদের আকুল আবেদন: ‘তালহা বাঁচতে চায়’

তালহার বর্তমান পরিস্থিতি তাঁর বন্ধু ও সহপাঠীদের আবেগাপ্লুত করে তুলেছে। তাঁরা স্মৃতিচারণ করে বলেন, "তালহা সবসময় আমাদের একত্রিত রাখত। ওর প্রাণবন্ত হাসি আর ভ্রমণের গল্প ছাড়া ক্যাম্পাস যেন ফাঁকা লাগে। আমরা চাই তালহা আবার আমাদের মাঝে ফিরে আসুক।"

এই তরুণ প্রাণকে বাঁচাতে এবং প্রয়োজনীয় ৪০ লক্ষ টাকা জোগাড় করতে ইতোমধ্যে তাঁর সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তার ডাক দিয়েছেন— "তালহা বাঁচতে চায়।" তালহার পরিবার ও বন্ধুরা বিশ্বাস করেন, দেশবাসীর ছোট ছোট আর্থিক সহায়তাই ফিরিয়ে আনতে পারে এই মেধাবী তরুণের হাসি।

আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম

জীবন-মৃত্যুর এই লড়াইয়ে ঢাবি শিক্ষার্থী আবু তালহাকে বাঁচাতে যে কেউ নিম্নলিখিত মাধ্যমে সহায়তা পাঠাতে পারেন:

বিকাশ (Payment):

  • 01935-582271 (Adarsha Library)

বিকাশ (Personal):

  • 01521-715664 (Niaz)

  • 01774-359454 (Readul)

  • 01575-147563 (Riyaj)

নগদ:

  • 01540-021688 (Readul)

  • 01575-147563 (Riyaj)

রকেট:

  • 01976-229651 (Talha)

উপায়:

  • 01521-715664 (Niaz)

  • 01575-147563 (Riyaj)

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি:

  • Account: 2050 240 02 03598101

  • Name: MD. AMIR HOSSAIN

  • Branch: Khilgaon Branch, Dhaka

  • Routing No: 125273675

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঢাবি শিক্ষার্থী আবু তালহা: উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ৪০ লক্ষ টাকা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

featured Image


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): জীবনের এই স্বপ্নীল সময়ে ঢাবি শিক্ষার্থী আবু তালহা (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এখন জটিল হৃদরোগে (Tachycardiomyopathy) আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ইংরেজি ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস (ESOL) বিভাগের নবম ব্যাচের এবং স্যার এ. এফ. রহমান হলের এই আবাসিক ছাত্রকে বাঁচাতে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা করানো জরুরি, যার জন্য প্রয়োজন প্রায় ৪০ লক্ষ টাকা।

হঠাৎ জটিল হৃদরোগে আক্রান্ত প্রাণবন্ত তরুণ

হাসিখুশি, প্রাণবন্ত এবং ভ্রমণপিপাসু হিসেবে ক্যাম্পাসে সুপরিচিত ছিলেন আবু তালহা। তাঁর বন্ধু-সহপাঠীরা জানান, পাহাড়, ঝিরি, বা সবুজ প্রকৃতি— সবখানেই বন্ধুদের নিয়ে ছুটে যাওয়াই ছিল তাঁর নেশা। চন্দ্রনাথ পাহাড় থেকে রাতারগুল সোয়াম্প ফরেস্ট পর্যন্ত প্রকৃতির ভালোবাসাই ছিল তাঁর জীবনের শক্তি। কিন্তু হঠাৎ করেই এই তরুণ আক্রান্ত হন বিরল ও জটিল হৃদরোগে।

দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চললেও তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তালহার বেঁচে থাকার একমাত্র উপায় হলো বিদেশে উন্নত এবং বিশেষ চিকিৎসা গ্রহণ করা।

সহপাঠীদের আকুল আবেদন: ‘তালহা বাঁচতে চায়’

তালহার বর্তমান পরিস্থিতি তাঁর বন্ধু ও সহপাঠীদের আবেগাপ্লুত করে তুলেছে। তাঁরা স্মৃতিচারণ করে বলেন, "তালহা সবসময় আমাদের একত্রিত রাখত। ওর প্রাণবন্ত হাসি আর ভ্রমণের গল্প ছাড়া ক্যাম্পাস যেন ফাঁকা লাগে। আমরা চাই তালহা আবার আমাদের মাঝে ফিরে আসুক।"

এই তরুণ প্রাণকে বাঁচাতে এবং প্রয়োজনীয় ৪০ লক্ষ টাকা জোগাড় করতে ইতোমধ্যে তাঁর সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তার ডাক দিয়েছেন— "তালহা বাঁচতে চায়।" তালহার পরিবার ও বন্ধুরা বিশ্বাস করেন, দেশবাসীর ছোট ছোট আর্থিক সহায়তাই ফিরিয়ে আনতে পারে এই মেধাবী তরুণের হাসি।

আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম

জীবন-মৃত্যুর এই লড়াইয়ে ঢাবি শিক্ষার্থী আবু তালহাকে বাঁচাতে যে কেউ নিম্নলিখিত মাধ্যমে সহায়তা পাঠাতে পারেন:

বিকাশ (Payment):

  • 01935-582271 (Adarsha Library)

বিকাশ (Personal):

  • 01521-715664 (Niaz)

  • 01774-359454 (Readul)

  • 01575-147563 (Riyaj)

নগদ:

  • 01540-021688 (Readul)

  • 01575-147563 (Riyaj)

রকেট:

  • 01976-229651 (Talha)

উপায়:

  • 01521-715664 (Niaz)

  • 01575-147563 (Riyaj)

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি:

  • Account: 2050 240 02 03598101

  • Name: MD. AMIR HOSSAIN

  • Branch: Khilgaon Branch, Dhaka

  • Routing No: 125273675


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত