আজ ২রা নভেম্বর রোজ রবিবার সন্ধ্যে কাজির দেওরি একটি অভিজাত রেস্তোরায় " কবি বন্ধু সাহিত্য পাতা " সাহিত্য সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী, গুণীজন সংবর্ধনা ও কাজী নজরুল ইসলাম অ্যাওয়ার্ড --২০২৫ প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
" কবি বন্ধু সাহিত্য পাতা" সংগঠনের প্রতিষ্ঠাতা কবি সায়েদুল হকের সভাপতিত্বে, কবি মনতোষ চন্দ্র দাসের
সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা লেখক ও মানবিক সংগঠক মোঃ কামরুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন কবি কফিল উদ্দিন দুলাল
মোঃ ইলিয়াস পাটোয়ারী, মোঃ রুহুল আমিন সালমান
মোহাম্মদ জনি, মোঃ জামাল সহ প্রমুখ।
সভায় আগামী ২৭ শে ডিসেম্বর পতেঙ্গা নজরুল স্কয়ার
মিলনায়তনে ৪র্থ প্রতিষ্ঠা বাষিকী ও গুনীজন সংবর্ধনা
অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও ভারতের বিভিন্ন প্রদেশ হতে কবিরা অংশ গ্রহন করবে বলে আশা করা
যাচ্ছে।এতে বিভিন্ন কবিদের বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
আলোচনায় অংশ নিয়ে মোঃ কামরুল ইসলাম বলেন, একজন কবি সব সময় সমাজের মুক্তির কথা বলেন অন্যায়কে কখনও সহ্য করেন না,সমাজ পরিবর্তনে কবি ভুমিকা রাখেন তবে কবিকে সাহিত্যের যে সব শর্ত থাকে তা মেনে সাহিত্য রচনা করে সমাজকে প্রতিনিয়ত আলোকিত করতে হয়।
তিনি আরও আশা করেন, কবি,লেখক সব হীণমন্যতা দুর করে পুরাতন সৃষ্টির ঐতিহ্যকে সন্মান করে পুরোনো আর নতুনের মেলবন্ধনে একদিন কবি আর কবিতা হয়ে উঠবে সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার। সভাপতি
আগামীতে সার্বিক সহযোগিতার আশা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানান।
Pic- Ruhul Amin Salman.
.png)
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫
আজ ২রা নভেম্বর রোজ রবিবার সন্ধ্যে কাজির দেওরি একটি অভিজাত রেস্তোরায় " কবি বন্ধু সাহিত্য পাতা " সাহিত্য সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী, গুণীজন সংবর্ধনা ও কাজী নজরুল ইসলাম অ্যাওয়ার্ড --২০২৫ প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
" কবি বন্ধু সাহিত্য পাতা" সংগঠনের প্রতিষ্ঠাতা কবি সায়েদুল হকের সভাপতিত্বে, কবি মনতোষ চন্দ্র দাসের
সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা লেখক ও মানবিক সংগঠক মোঃ কামরুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন কবি কফিল উদ্দিন দুলাল
মোঃ ইলিয়াস পাটোয়ারী, মোঃ রুহুল আমিন সালমান
মোহাম্মদ জনি, মোঃ জামাল সহ প্রমুখ।
সভায় আগামী ২৭ শে ডিসেম্বর পতেঙ্গা নজরুল স্কয়ার
মিলনায়তনে ৪র্থ প্রতিষ্ঠা বাষিকী ও গুনীজন সংবর্ধনা
অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও ভারতের বিভিন্ন প্রদেশ হতে কবিরা অংশ গ্রহন করবে বলে আশা করা
যাচ্ছে।এতে বিভিন্ন কবিদের বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
আলোচনায় অংশ নিয়ে মোঃ কামরুল ইসলাম বলেন, একজন কবি সব সময় সমাজের মুক্তির কথা বলেন অন্যায়কে কখনও সহ্য করেন না,সমাজ পরিবর্তনে কবি ভুমিকা রাখেন তবে কবিকে সাহিত্যের যে সব শর্ত থাকে তা মেনে সাহিত্য রচনা করে সমাজকে প্রতিনিয়ত আলোকিত করতে হয়।
তিনি আরও আশা করেন, কবি,লেখক সব হীণমন্যতা দুর করে পুরাতন সৃষ্টির ঐতিহ্যকে সন্মান করে পুরোনো আর নতুনের মেলবন্ধনে একদিন কবি আর কবিতা হয়ে উঠবে সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার। সভাপতি
আগামীতে সার্বিক সহযোগিতার আশা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানান।
Pic- Ruhul Amin Salman.
.png)
আপনার মতামত লিখুন