ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‘সঠিক সময়েই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে’



‘সঠিক সময়েই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে’
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এসইউএসটি) সহ দেশের সব ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং পূর্বনির্ধারিত সময়ে শাকসু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন সচিবের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সিইসির সঙ্গে বৈঠক শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের প্রতিটি ক্যাম্পাসে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে, তা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। জাতীয় নির্বাচনের তিন সপ্তাহ আগে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার যেকোনো অপচেষ্টা ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নেবে না বিষয়টি বৈঠকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।‘

তিনি জানান, আলোচনার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন যে শাকসু নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে এবং বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

এছাড়া শাবিপ্রবির উপাচার্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সাদিক কায়েম আরও বলেন, ‘তারা চান প্রতিটি প্রার্থী যেন তাদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখেন এবং একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকল অংশীজন পূর্ণ সহযোগিতা প্রদান করেন।‘

তিনি আরও বলেন, ‘একটি নিরাপদ গণতান্ত্রিক ক্যাম্পাস বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সংসদ নির্বাচন সফলভাবে বাস্তবায়ন করা সবার দায়িত্ব। এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হলে জুলাই প্রজন্মই বিজয়ী হবে।‘

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নির্বাচন শাকসু সঠিক সময়

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


‘সঠিক সময়েই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে’

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এসইউএসটি) সহ দেশের সব ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং পূর্বনির্ধারিত সময়ে শাকসু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন সচিবের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সিইসির সঙ্গে বৈঠক শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের প্রতিটি ক্যাম্পাসে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে, তা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। জাতীয় নির্বাচনের তিন সপ্তাহ আগে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার যেকোনো অপচেষ্টা ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নেবে না বিষয়টি বৈঠকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।‘

তিনি জানান, আলোচনার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন যে শাকসু নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে এবং বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

এছাড়া শাবিপ্রবির উপাচার্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সাদিক কায়েম আরও বলেন, ‘তারা চান প্রতিটি প্রার্থী যেন তাদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখেন এবং একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকল অংশীজন পূর্ণ সহযোগিতা প্রদান করেন।‘

তিনি আরও বলেন, ‘একটি নিরাপদ গণতান্ত্রিক ক্যাম্পাস বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সংসদ নির্বাচন সফলভাবে বাস্তবায়ন করা সবার দায়িত্ব। এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হলে জুলাই প্রজন্মই বিজয়ী হবে।‘

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত