ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‎কুবিতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ‎



‎কুবিতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ‎
ছবি: শারাফাত হোসাইন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মার নামাজে পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে আসে এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা, 'নারায়ে তাকবির আল্লাহু আকবার', 'ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ', 'হাদি ভাই কবরে খুনি কেন বাহিরে', 'বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই', 'তুমি কে আমি কে হাদি হাদি', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'দিনদুপুরে মানুষ মরে, ইন্টেরিম কি করে ইত্যাদি স্লোগান দেন'।

ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ হাসান অন্তর বলেন, "হাদি ভাইয়ের জানাযায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ কান্না করেছিল। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনতা হাদী ভাইয়ের বিচার চায়। প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা সুশীল সমাজ যদি এই খুনের বিচার চায় তাহলে কেন এখনো বিচার হচ্ছে না? হাদীর মত এরকম বিপ্লবী, সৎ ব্যক্তি যদি বিচার না পায় তাহলে বাংলাদেশে সুষ্টু বিচার আর কেউ পাবে বলে আমার মনে হয় না। আমরা ইন্টেরিম সরকারকে বলে দিতে চাই আপনারা নির্বাচন নিয়ে ব্যাস্ত হয়ে গেছেন আমার হাদী ভাইকে নিয়ে এখনো ব্যস্ত হচ্ছেন না।"

উল্লেখ্য, ১২ ডিসেম্বর ২০২৫ সালে শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। ১৮ ডিসেম্বর ২০২৫ সালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিক্ষোভ মিছিল ‎কুবি ওসমান হাদি হত্যা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


‎কুবিতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ‎

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মার নামাজে পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে আসে এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা, 'নারায়ে তাকবির আল্লাহু আকবার', 'ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ', 'হাদি ভাই কবরে খুনি কেন বাহিরে', 'বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই', 'তুমি কে আমি কে হাদি হাদি', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'দিনদুপুরে মানুষ মরে, ইন্টেরিম কি করে ইত্যাদি স্লোগান দেন'।

ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ হাসান অন্তর বলেন, "হাদি ভাইয়ের জানাযায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ কান্না করেছিল। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনতা হাদী ভাইয়ের বিচার চায়। প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা সুশীল সমাজ যদি এই খুনের বিচার চায় তাহলে কেন এখনো বিচার হচ্ছে না? হাদীর মত এরকম বিপ্লবী, সৎ ব্যক্তি যদি বিচার না পায় তাহলে বাংলাদেশে সুষ্টু বিচার আর কেউ পাবে বলে আমার মনে হয় না। আমরা ইন্টেরিম সরকারকে বলে দিতে চাই আপনারা নির্বাচন নিয়ে ব্যাস্ত হয়ে গেছেন আমার হাদী ভাইকে নিয়ে এখনো ব্যস্ত হচ্ছেন না।"

উল্লেখ্য, ১২ ডিসেম্বর ২০২৫ সালে শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। ১৮ ডিসেম্বর ২০২৫ সালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত