ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী



সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী
ছবি : মো: সালমান ফারসী

শিক্ষা যে কেবল নম্বর আর গ্রেডের সীমায় আবদ্ধ নয়, বরং মানবিক, নৈতিক ও দায়িত্বশীল মানুষ গড়ে তোলার এক নিরবচ্ছিন্ন সাধনা—সে বার্তাই দৃঢ়ভাবে উচ্চারিত হলো সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের আজকের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫-এ।

প্রভাতি, দিবা ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত ও আনন্দঘন মিলনমেলায়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তনজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হলে মুহূর্তেই পরিবেশে নেমে আসে এক শান্ত ও গাম্ভীর্যপূর্ণ আবহ। এরপর স্বাগত বক্তব্যে শিক্ষার নৈতিক দিক ও চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান পর্বে মাননীয় প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,

“পুরস্কার সাফল্যের স্বীকৃতি বটে, তবে প্রকৃত অর্জন হলো এই সাফল্যকে ধারাবাহিকভাবে ধরে রাখা এবং মানবিক মানুষ হয়ে ওঠা।”

তিনি আরও বলেন, প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতা, শৃঙ্খলা ও মূল্যবোধচর্চাই একজন শিক্ষার্থীর প্রকৃত শক্তি। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন শ্রেণিতে কৃতকার্য ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের ঝিলিক, আর অভিভাবকদের চোখেমুখে ফুটে ওঠে গর্বের ছাপ।

সমাপনী পর্বে শিক্ষকরা শিক্ষার্থীদের ধারাবাহিক অধ্যবসায় ও শৃঙ্খলাবোধ বজায় রাখার আহ্বান জানান। সার্বিকভাবে, এ আয়োজন শুধু ফল প্রকাশের আনুষ্ঠানিকতা নয়; বরং শিক্ষার্থীদের স্বপ্ন, সাধনা ও মানবিক মূল্যবোধকে উদ্‌যাপনের এক অনন্য উপলক্ষ হয়ে স্মরণীয় হয়ে থাকবে।

বিষয় : শিক্ষা ফল প্রকাশ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

শিক্ষা যে কেবল নম্বর আর গ্রেডের সীমায় আবদ্ধ নয়, বরং মানবিক, নৈতিক ও দায়িত্বশীল মানুষ গড়ে তোলার এক নিরবচ্ছিন্ন সাধনা—সে বার্তাই দৃঢ়ভাবে উচ্চারিত হলো সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের আজকের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫-এ।

প্রভাতি, দিবা ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত ও আনন্দঘন মিলনমেলায়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তনজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হলে মুহূর্তেই পরিবেশে নেমে আসে এক শান্ত ও গাম্ভীর্যপূর্ণ আবহ। এরপর স্বাগত বক্তব্যে শিক্ষার নৈতিক দিক ও চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান পর্বে মাননীয় প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,

“পুরস্কার সাফল্যের স্বীকৃতি বটে, তবে প্রকৃত অর্জন হলো এই সাফল্যকে ধারাবাহিকভাবে ধরে রাখা এবং মানবিক মানুষ হয়ে ওঠা।”

তিনি আরও বলেন, প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতা, শৃঙ্খলা ও মূল্যবোধচর্চাই একজন শিক্ষার্থীর প্রকৃত শক্তি। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন শ্রেণিতে কৃতকার্য ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের ঝিলিক, আর অভিভাবকদের চোখেমুখে ফুটে ওঠে গর্বের ছাপ।

সমাপনী পর্বে শিক্ষকরা শিক্ষার্থীদের ধারাবাহিক অধ্যবসায় ও শৃঙ্খলাবোধ বজায় রাখার আহ্বান জানান। সার্বিকভাবে, এ আয়োজন শুধু ফল প্রকাশের আনুষ্ঠানিকতা নয়; বরং শিক্ষার্থীদের স্বপ্ন, সাধনা ও মানবিক মূল্যবোধকে উদ্‌যাপনের এক অনন্য উপলক্ষ হয়ে স্মরণীয় হয়ে থাকবে।


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত