ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভূমিকম্পে ঢাবিতে নেত্রীসহ ৩ ছাত্রী আহত



ভূমিকম্পে ঢাবিতে নেত্রীসহ ৩ ছাত্রী আহত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাতে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। রাজধানীর বাড্ডায় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বার্তা এই তথ্য জানায়।

এদিকে এই ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩ ছাত্রী আহত হয়েছেন। তারা সবাই শামসুন নাহার হলের ছাত্রী বলে জানিয়েছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।

ফেসবুকের স্ট্যাটাসে তিনি জানান, ‘মাত্র হয়ে যাওয়া ভূমিকম্পে ৩ জন ইনজুরড শামসুন নাহারে।

আহতদের একজন হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) সামিয়া মাসুদ মম। তবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পর হলের সামনে হল সংসদের জিএস সামিয়া মাসুদ মম সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি হলের নিচে ছিলাম। এ জন্য বুঝতে পারিনি।

তবে হলের ভবন থেকে মেয়েরা দৌড়ে নামতে দেখে বিষয়টি বুঝতে পারলাম। এ সময় তারা ‘ভূমিকম্প’, ‘ভূমিকম্প’ বলে চিৎকারও করেন।

 

তিনি জানান, এ সময় দৌড়ে নামতে গিয়ে হলের একজন ছাত্রী সেন্সলেস হয়েছেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। এ ছাড়া বর্ধিত ভবনে একজন পা মোচড়ে গিয়ে আহত হয়েছেন।

পরে খবর আসল হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা সিঁড়ি থেকে নামতে গিয়ে হোঁচট খেয়েছেন। আগে থেকে তার পায়ে ফ্র্যাকচার ছিল। পরে দুজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয় : ভূমিকম্প আহত ঢাবি ফেসবুক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


ভূমিকম্পে ঢাবিতে নেত্রীসহ ৩ ছাত্রী আহত

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

featured Image

রাজধানী ঢাকাতে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। রাজধানীর বাড্ডায় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বার্তা এই তথ্য জানায়।

এদিকে এই ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩ ছাত্রী আহত হয়েছেন। তারা সবাই শামসুন নাহার হলের ছাত্রী বলে জানিয়েছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।

ফেসবুকের স্ট্যাটাসে তিনি জানান, ‘মাত্র হয়ে যাওয়া ভূমিকম্পে ৩ জন ইনজুরড শামসুন নাহারে।

আহতদের একজন হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) সামিয়া মাসুদ মম। তবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পর হলের সামনে হল সংসদের জিএস সামিয়া মাসুদ মম সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি হলের নিচে ছিলাম। এ জন্য বুঝতে পারিনি।

তবে হলের ভবন থেকে মেয়েরা দৌড়ে নামতে দেখে বিষয়টি বুঝতে পারলাম। এ সময় তারা ‘ভূমিকম্প’, ‘ভূমিকম্প’ বলে চিৎকারও করেন।

 

তিনি জানান, এ সময় দৌড়ে নামতে গিয়ে হলের একজন ছাত্রী সেন্সলেস হয়েছেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। এ ছাড়া বর্ধিত ভবনে একজন পা মোচড়ে গিয়ে আহত হয়েছেন।

পরে খবর আসল হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা সিঁড়ি থেকে নামতে গিয়ে হোঁচট খেয়েছেন। আগে থেকে তার পায়ে ফ্র্যাকচার ছিল। পরে দুজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত