ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির ক্যালেন্ডারে বড় পরিবর্তন



প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির ক্যালেন্ডারে বড় পরিবর্তন
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করতে এবং পাঠদানের সময়সীমা বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডারে বড় ধরনের পরিবর্তন করেছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ছুটির সংখ্যা ১২ দিন কমিয়ে ৬৪ দিন নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৭৬ দিন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন ছুটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন এই তালিকায় সবথেকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পবিত্র রমজান মাসের ছুটিতে। আগামী বছর ১৭ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও শিক্ষার্থীদের ২১ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে। ফলে রমজান ঈদুল ফিতর কেন্দ্রিক আগের ২৮ দিনের ছুটি কমিয়ে এবার মাত্র ১৯ দিন করা হয়েছে।

এছাড়া ঈদুল আজহা গ্রীষ্মকালীন অবকাশের সম্মিলিত ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন এবং শীতকালীন ছুটি ১০ দিনে নামিয়ে আনা হয়েছে। অন্যান্য সাধারণ ছুটিসহ পুরো বছরের সব বন্ধ মিলিয়ে ২০২৬ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ৬৪ দিন অবকাশ যাপনের সুযোগ পাবে।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : প্রাথমিক বিদ্যালয় ক্যালেন্ডার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির ক্যালেন্ডারে বড় পরিবর্তন

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করতে এবং পাঠদানের সময়সীমা বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডারে বড় ধরনের পরিবর্তন করেছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ছুটির সংখ্যা ১২ দিন কমিয়ে ৬৪ দিন নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৭৬ দিন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন ছুটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন এই তালিকায় সবথেকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পবিত্র রমজান মাসের ছুটিতে। আগামী বছর ১৭ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও শিক্ষার্থীদের ২১ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে। ফলে রমজান ঈদুল ফিতর কেন্দ্রিক আগের ২৮ দিনের ছুটি কমিয়ে এবার মাত্র ১৯ দিন করা হয়েছে।

এছাড়া ঈদুল আজহা গ্রীষ্মকালীন অবকাশের সম্মিলিত ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন এবং শীতকালীন ছুটি ১০ দিনে নামিয়ে আনা হয়েছে। অন্যান্য সাধারণ ছুটিসহ পুরো বছরের সব বন্ধ মিলিয়ে ২০২৬ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ৬৪ দিন অবকাশ যাপনের সুযোগ পাবে।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত